• বিজেপি নেতা খুনে ধৃত বুদ্ধদেবকে গ্রেপ্তার করল NIA
    এই সময় | ০৫ ডিসেম্বর ২০২৫
  • এই সময়, তমলুক: ২০২৩-এ ময়নায় বিজেপি নেতা বিজয়কৃষ্ণ ভূঁইয়া খুনের ঘটনায় অভিযুক্ত বুদ্ধদেব মণ্ডলকে গ্রেপ্তার করল এনআইএ। গত সোমবার থেকে বুদ্ধদেবের সন্ধানে দফায় দফায় তল্লাশি চালিয়েছিলেন তদন্তকারীরা। অবশেষে ওই তৃণমূল নেতার ছেলেকে জিজ্ঞাসাবাদ করে ও তাঁকে সঙ্গে নিয়ে বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে বুদ্ধদেবের হদিশ পান তাঁরা। জানা গিয়েছে, বুধবার পশ্চিম মেদিনীপুরের পিংলায় তাঁর মাসির বাড়িতে তল্লাশি চালিয়ে বুদ্ধদেবকে গ্রেপ্তার করে জাতীয় তদন্তকারী সংস্থা।

    তাঁর স্ত্রীর অভিযোগ, বুদ্ধদেবকে ধরতে তাঁদের নাবালক ছেলেকে মারধর করেছেন তদন্তকারীরা। বুদ্ধদেবের স্ত্রী সুমিত্রা মণ্ডল বলেন, 'সোমবারের পরে ফের বুধবার এসেছিল এনআইএ। আমার ছেলেকে মারধর করতে করতে তুলে নিয়ে যায় ওরা। রাত ২টোর সময়ে ছেলেকে বাড়িতে ছেড়ে দেয় তারা। শুনেছি স্বামীকে ওরা গ্রেপ্তার করেছে। আমার স্বামী নির্দোষ, ওকে ফাঁসানো হয়েছে।'

    জেলা পরিষদ সদস্য তথা বিজেপি নেতা উত্তম সিংহ বলেন, 'অনেকদিন ধরেই এনআইএ ওদের খুঁজছিল। অবশেষে গ্রেপ্তার করা গিয়েছে। খুনে যাঁরা জড়িত কেউই ছাড় পাবেন না, সবাই শাস্তি পাবেন।' নিহত বিজয়ের স্ত্রী লক্ষ্মীরানি ভুইয়া বলেন, 'বুদ্ধদেব গ্রেপ্তার হয়েছে শুনে খুশি হয়েছি। আদালতের কাছে আমার আবেদন, ওদের যেন কঠিন শাস্তি হয়।' ২০২৩-এর ১ মে ময়নার বাকচার ঘোড়ামহল গ্রামের বিজেপি বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভূঁইয়াকে অপহরণ করে খুন করা হয় বলে অভিযোগ।

    নিহতের স্ত্রী লক্ষ্মীরানি ভূঁইয়া ওই ঘটনায় মোট ৩৪ জন তৃণমূল নেতা-কর্মীর বিরুদ্ধে ময়না থানায় অভিযোগ দায়ের করেন। আদালতের নির্দেশে পরবর্তীতে মামলার তদন্তভার নেয় এনআইএ। তারপর থেকে একাধিক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। যাঁদের মধ্যে আছেন তৃণমূল নেতা মনোরঞ্জন হাজরাও। তবে এতদিন বুদ্ধদেব মণ্ডল, স্বপন ভৌমিক ও কমল খুটিয়া পলাতক ছিলেন। অবশেষে বুধবার রাতে বুদ্ধদেব মণ্ডলকে গ্রেপ্তার করেছে জাতীয় তদন্তকারী সংস্থা। এখনও অধরা দু'জন।

  • Link to this news (এই সময়)