• উত্তুরে হাওয়ায় পুরোদস্তুর ঠান্ডার আমেজ, ৪ জেলায় কুয়াশার সতর্কতা, আরও পারদ পতনের পূর্বাভাস
    আজ তক | ০৫ ডিসেম্বর ২০২৫
  • দক্ষিণবঙ্গের তাপমাত্রা আরও কিছুটা নামতে চলেছে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, রাজ্যের আবহাওয়া আপাতত শুকনো থাকবে, কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। তবে উত্তুরে হাওয়ার প্রভাবে রাতের তাপমাত্রা কমতে পারে। কুয়াশার কারণে সকালবেলায় দৃষ্টিসীমা কমে যেতে পারে বেশ কয়েকটি জেলায়।

    গত কয়েকদিন ধরেই শীত-শীত ভাব ছড়িয়ে পড়েছে দক্ষিণবঙ্গে। শুক্রবার কলকাতার তাপমাত্রা আগের দিনের তুলনায় সামান্য বেড়েছে। বৃহস্পতিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছিল ১৫ ডিগ্রি সেলসিয়াসে। শুক্রবার তা বেড়ে দাঁড়িয়েছে ১৭ ডিগ্রিতে, যা স্বাভাবিকের চেয়ে একটু বেশি। অন্যদিকে বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ২.৪ ডিগ্রি কম। শহরের আকাশ পরিষ্কার থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। সকালে কিছু জায়গায় কুয়াশা দেখা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কাটবে।

    দক্ষিণবঙ্গের চার জেলায় কুয়াশার সতর্কতা
    আবহাওয়া দফতর জানিয়েছে, ভোরে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা নেমে যেতে পারে ৯৯৯ থেকে ২০০ মিটারে। ফলে সকালে গাড়ি চালানোর সময় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। কুয়াশার কারণে ট্রেন চলাচলেও প্রভাব পড়তে পারে। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের রাতের তাপমাত্রা আরও ২ ডিগ্রি কমতে পারে। এরপর কয়েকদিন তাপমাত্রায় তেমন পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই।

    উত্তরবঙ্গেও কুয়াশার পূর্বাভাস
    উত্তরবঙ্গের একাধিক জেলায়ও কুয়াশার সতর্কতা জারি হয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে। এখানেও দৃশ্যমানতা কমে ২০০ মিটার পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। তবে উত্তরবঙ্গের অন্যান্য জেলায় শুকনো আবহাওয়া বজায় থাকবে এবং রাতের তাপমাত্রায় বড় কোনও পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই।


     
  • Link to this news (আজ তক)