২৪ ঘণ্টায় বঙ্গে পারদ পতন, ২ দিনে আরও নামবে তাপমাত্রা; আবহাওয়া আপডেট
আজ তক | ০৫ ডিসেম্বর ২০২৫
২৪ ঘণ্টার মধ্যে আবহাওয়া বদল। তরতরিয়ে নামল পারদ। পূর্বাভাস ছিল বাংলায় সপ্তাহান্তে ৩-৪ ডিগ্রি তাপমাত্রা কমবে। তার আগেই পারদ পতন। আগামী দু'দিনের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা (বিশেষত রাতের তাপমাত্রা) আরও ২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নেমে আসবে। এরপর থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আবহাওয়ার তেমন কোনও বড় পরিবর্তন হবে না, বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
দক্ষিণবঙ্গের আবহাওয়া আপডেট
আবহাওয়া অফিস জানিয়েছে, চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা অনেকটা কমবে। শনিবারের মধ্যে পারদ ২-৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে। পূর্বাভাস রয়েছে, ১৫ ডিগ্রিরও নীচে নামতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলার তাপমাত্রা। পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছতে পারে ১০-১২ ডিগ্রি সেলসিয়াসে। অবশেষে ডিসেম্বরে হাড় কাঁপানো শীত ফিরছে। সপ্তাহান্তে হাওড়া, হুগলি, নদিয়া এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় আরও ঠান্ডা পড়বে।
তবে চলতি সপ্তাহে আকাশ শুষ্ক থাকবে। কোথাও বৃষ্টি হবে না। আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। তবে বৃষ্টির পূর্বাভাস নেই। কুয়াশার দাপট থাকবে। ভোরে ও রাতে ঘন কুয়াশার চাদরে মুড়ে থাকবে।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গেও তাপমাত্রা আরও কমবে। সপ্তাহের শেষে তাপমাত্রা আরও নামবে। কোচবিহার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় ঘন কুয়াশা থাকবে। ফলে দৃশ্যমানতার সমস্যা হতে পারে। এছাড়া দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা সহ সব জেলায় কুয়াশার দাপট থাকবে। আবহাওয়া শুষ্ক থাকবে।