• বছরের শেষে সুখবর শোনাল আরবিআই, ২৫ বেসিস পয়েন্ট কমল রেপো রেট
    বর্তমান | ০৫ ডিসেম্বর ২০২৫
  • নয়াদিল্লি, ৫ ডিসেম্বর: সুখবর শোনাল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। ফের রেপো রেট কমাল আরবিআই। আজ, শুক্রবার সকালে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর সঞ্জয় মালহোত্রা সেই ঘোষণা করেন। তিনি বলেন, রেপো রেট কমানো হল ২৫ বেসিস পয়েন্ট। যার ফলে রেপো রেট ৫.৫০ শতাংশ থেকে কমে এখন দাঁ‌ড়াল ৫.২৫ শতাংশে। অর্থাৎ মধ্যবিত্তের কিছুটা সুরাহা হল। কমল বাড়ি-গাড়ির ইএমআই।গত ৩ ডিসেম্বর অর্থাৎ বুধবার থেকে শুরু হয়েছিল রিজার্ভ ব্যাংকের মনিটারি পলিসি কমিটির বৈঠক। সেই বৈঠকেই রেপো রেট কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। তারপর এদিন সেই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন রিজার্ভ ব্যাংকের গভর্নর। চলতি বছরে এই নিয়ে চারবার রেপো রেট কমিয়েছে আরবিআই। বছরের শুরুতে রেপো রেট ছিল ৬.৫০ শতাংশ। চার দফায় কমানোর জেরে তা নেমে এসেছে ৫.২৫ শতাংশে। 
  • Link to this news (বর্তমান)