• শহরে হাওয়া বদল, একধাক্কায় বাড়ল তাপমাত্রা, জেনে নিন আজকের আবহাওয়ার আপডেট
    বর্তমান | ০৫ ডিসেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা:  হঠাৎ করেই শহরের হাওয়া বদল! কিছুটা বাড়ল কলকাতার তাপমাত্রা। আজ, শুক্রবার সকাল সাড়ে ৮ টায় শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। গতকাল, বৃহস্পতিবার যেখানে পারদ পতন হয়ে তাপমাত্রা ১৫.৬ ডিগ্রিতে নেমে গিয়েছিল। আজ সেই তাপমাত্রা বেড়েছে দু’ডিগ্রি। এদিন শহরের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২৬ থেকে ১৫ ডিগ্রির ঘরে ঘোরাফেরা করবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ।আজও দক্ষিণবঙ্গের শীতলতম স্থান বীরভূমের শ্রীনিকেতন। সেখানে তাপমাত্রা আরও কমে ১০.৫ ডিগ্রিতে নেমেছে। এদিকে পুরুলিয়া ও বাঁকুড়ায় দক্ষিণবঙ্গের এই দুই জেলাতেও তাপমাত্রা সামান্য বেড়েছে। এদিন সকালে পুরুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি ও বাঁকুড়ার ১২.৬ ডিগ্রি সেলসিয়াস। যদিও উত্তরবঙ্গজুড়ে ঠান্ডার দাপট অব্যাহত রয়েছে। দার্জিলিংয়ের পারদ আরও নেমেছে। শৈল্যশহরের সর্বনিম্ন তাপমাত্রা ৫.৮ ডিগ্রি সেলসিয়াস । গতকালের মতো আজও সকালে বহু এলাকায় ঘন কুয়াশা দেখা গিয়েছে। আপাতত বাংলায় বৃষ্টির কোনও পূর্বাভাস থাকছে না।
  • Link to this news (বর্তমান)