• ভুয়ো লটারির টিকিট বিক্রি, সিআইডির হাতে আটক বিক্রেতা
    দৈনিক স্টেটসম্যান | ০৫ ডিসেম্বর ২০২৫
  • লটারির দোকানে হানা দিতেই উদ্ধার বিপুল সংখ্যক জালি লটারির টিকিট। পূর্ব বর্ধমানের রায়নায় বাস স্ট্যান্ড লাগোয়া একটি লটারির দোকানে তল্লাশি অভিযান চালান সিআইডি আধিকারিকরা। সেখান থেকেই উদ্ধার করা হয় প্রচুর নকল লটারির টিকিট। এরপরে ওই দোকানের মালিককে আটক করে সিআইডি। দোকানের মালিক রাজকুমার ঢালি ওরফে রাজুকে রায়না পুলিশের হাতে তুলে দেন সিআইডি আধিকারিকরা। অভিযুক্ত ওই ব্যক্তির কাছে কী করে এত ভুয়ো লটারির টিকিট আসল তা জানতে তদন্তে নেমেছে পুলিশ।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত রাজু ঢালি হাওড়ার জগৎবল্লভপুরের বাসিন্দা। বেশ কিছুদিন ধরে তিনি বর্ধমানের রায়না এলাকায় বসবাস শুরু করেছিলেন। সেখানেই একটি লটারির দোকান ছিল তাঁর। গোপন সূত্রে খবর পেয়ে সিআইডি অভিযুক্ত ব্যক্তির লটারির দোকানে হানা দেয়। স্থানীয় সূত্রে অভিযোগ, এলাকাবাসীরা তাঁর কাছ থেকে লটারির টিকিট কিনেছিলেন। তারপরেই তাঁদের লটারির টিকিটগুলি ভুয়ো বলে সন্দেহ হয়। সিআইডির অভিযানের পর দোকান থেকে ভুয়ো লটারির টিকিট উদ্ধার হয়। কিন্তু কোথা থেকে ওই ব্যক্তি জাল লটারির টিকিট আমদানি করতেন তা জানার চেষ্টা করছে পুলিশ। ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে।

    Advertisement
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)