১০০ দিনের কাজে বকেয়া ৫২ হাজার কোটি! সংসদের বাইরে বিক্ষোভ তৃণমূলের
প্রতিদিন | ০৫ ডিসেম্বর ২০২৫
সোমনাথ রায়, নয়াদিল্লি: মনরেগা নিয়ে সংসদে সুর আরও চড়াল তৃণমূল কংগ্রেস। শুক্রবার একযোগে সংসদ চত্বরে প্রাপ্য মেটানোর দাবিতে বিক্ষোভ দেখালেন তৃণমূল সাংসদরা। এদিন সংসদের মকরদ্বারের সামনে একযোগে দলের লোকসভা ও রাজ্যসভার সাংসদরা বিক্ষোভ দেখান। হাতে ছিল ৫২০০০ লেখা পোস্টার।
ডেরেক ও ব্রায়েন, দোলা সেন, শতাব্দী রায়, সৌগত রায়, মহুয়া মৈত্র-সহ তৃণমূলের সব সাংসদকেই এদিন দেখা যায় বিক্ষোভ দেখাতে। সঙ্গে স্লোগান, ‘বাংলার প্রাপ্য বকেয়া মেটানো হচ্ছে না কেন? জবাব চাই, জবাব দাও।’ এদিনের বিক্ষোভ প্রসঙ্গে বর্ষীয়ান সাংসদ সৌগত রায়ের বক্তব্য, “বাংলাকে বঞ্চিত করে কেন্দ্রীয় সরকার, মোদি-অমিত শাহরা বাংলার মানুষকে শুকিয়ে মারতে চাইছে এর প্রতিবাদে আমরা বিক্ষোভ দেখাচ্ছি।” তাৎপর্যপূর্ণভাবে কলকাতা হাই কোর্ট ইতিমধ্যেই নির্দেশ দিয়েছে, রাজ্যের সব ১০০ দিনের বকেয়া মিটিয়ে দিতে হবে কেন্দ্রকে। তারপরও লাগাতার অ্যাকশন টেকেন রিপোর্ট চেয়ে ঝুলিয়ে রেখেছে কেন্দ্র। যা নিয়ে দোলা সেনের প্রশ্ন, “এই নিয়ে ৬৪ বার অ্যাকশন টেকেন রিপোর্ট দিল্লিতে পাঠানো হয়েছে। কিন্তু কিছুতেই ওরা টাকা দিতে চাইছে না।”
Link to this news (প্রতিদিন)