• রেললাইনের পাশে পড়ে আধার ও ভোটার কার্ড, SIR-র মাঝে বারাসতে জাল নথি লোপাটের চেষ্টা?
    প্রতিদিন | ০৫ ডিসেম্বর ২০২৫
  • জ্যোতি চক্রবর্তী, বারাসত: রাজ্য জুড়ে জোরকদমে চলছে এসআইআরের কাজ। তারই মাঝে ভরসন্ধ্যায় বারাসতে রেললাইনের পাশ থেকে উদ্ধার গুচ্ছ গুচ্ছ ভোটার ও আধার কার্ড। পাওয়া গিয়েছে বেশ কয়েকটি রেশন এবং প্যান কার্ডও। কোথা থেকে এই পরিচয়পত্রগুলি এল, তা এখনও স্পষ্ট নয়। ওই নথি আসল নাকি নকল, সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এসআইআর আবহে নথি লোপাটের চেষ্টা কেন করা হল, তাও ভাবাচ্ছে তদন্তকারীদের।

    প্রত্যক্ষদর্শীরা জানান, “আধার ও ভোটার কার্ড ছাড়াও ঘটনাস্থলে পড়ে ছিল রেশন কার্ড। মনে করা হচ্ছে পরিচয়পত্রগুলি সবই নকল। আসল হলে কেউ এভাবে রেললাইনের ধারে নর্দমা ও তার পাশে জঞ্জালের স্তূপে ফেলে যেতেন না। সম্ভবত এসআইআর আতঙ্কে কেউ এসব ফেলে দিয়ে গিয়েছে। অনুপ্রবেশকারীদের তাড়াতে এসআইআর চালু হওয়া প্রয়োজন রয়েছে।” এদিকে, এই ঘটনা ঘিরে তৃণমূল ও বিজেপির মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

    বিজেপি নেতা প্রতীপ চট্টোপাধ্যায় বলেন, “যেভাবে রাজ‍্যের নানা প্রান্ত থেকে ভোটার, আধার কার্ড-সহ বিভিন্ন পরিচয়পত্র উদ্ধার হচ্ছে তাতে পশ্চিমবঙ্গের সুরক্ষা আজ প্রশ্নের মুখে। আমাদের সন্দেহ এই ঘটনার পিছনে কোনও অসাধু চক্র থাকতে পারে। আর ওই চক্রই বাংলায় অনুপ্রবেশকারীদের বসবাসের জন্য বেআইনিভাবে আধার, ভোটার কার্ড তৈরি করে দিচ্ছে।” এই ঘটনার নেপথ্যে রাজ্যের শাসক শিবির তৃণমূলের মদত রয়েছে বলেও অভিযোগ বিজেপি নেতা। এই ঘটনার যথোপযুক্ত তদন্তের দাবি জানিয়েছেন তিনি। যদিও শাসক শিবিরের তরফে এখনও অবধি এই ঘটনায় কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুলিশের তরফে জানানো হয়েছে ঘটনার নেপথ্যে কারা যুক্ত, তা খতিয়ে দেখা হচ্ছে।
  • Link to this news (প্রতিদিন)