• বইছে পশ্চিমের শীতল হাওয়া, সপ্তাহান্তে গোটা বাংলায় হু হু করে কমবে তাপমাত্রা
    প্রতিদিন | ০৫ ডিসেম্বর ২০২৫
  • নিরুফা খাতুন: ডিসেম্বরের প্রথম সপ্তাহে পশ্চিমের শীতল হাওয়ার দখলে বাংলা। তার ফলে হু হু করে কমছে কলকাতা-সহ গোটা বাংলার তাপমাত্রা। শনিবার থেকে আরও কমবে তাপমাত্রার পারদ। আগামী কয়েকদিন এমনই শীতের আমেজ বজায় থাকবে বলেই মত আবহাওয়াবিদদের।

    আবহাওয়া বিশেষজ্ঞজেক মতে, অবাধ পশ্চিমের শীতল হাওয়ার প্রভাবে কলকাতা-সহ বাংলায় আগামী সাতদিন শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তাপমাত্রা অনেকটাই নেমেছে। কমবে আরও কিছুটা। সপ্তাহান্তে তাপমাত্রা একধাক্কায় ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। স্বাভাবিকভাবেই আরও বাড়বে শীতের আমেজ। সকালে কুয়াশা থাকবে। উপকূলের জেলাগুলিতে কুয়াশার দাপট আরও বেশি থাকার কথা। তবে বেলার দিকে পরিষ্কার আকাশ এবং রোদের দেখা পাওয়া যাবে। এখনও স্বাভাবিকের নিচে দিনের তাপমাত্রা। যদিও শুক্রবার কলকাতার তাপমাত্রা বেড়েছে সামান্য। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস এবং জেলাগুলিতে ১২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমেছে। যা স্বাভাবিকের তুলনায় কম। গত মঙ্গলবার ২০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ছিল কলকাতার পারদ। বৃহস্পতিবার সকালে সেই তাপমাত্রা কমে ১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। শুক্রবার সামান্য বেড়ে ১৭ ডিগ্রি সেলসিয়াসে। রবিবারের মধ্যে কলকাতার তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে। পরবর্তী কয়েকদিনে তাপমাত্রা এরকমই থাকবে।

    উত্তরবঙ্গে শুষ্ক আবহাওয়া। স্বাভাবিকের কাছেই থাকবে তাপমাত্রা। শীতের আমেজ চলবে। তাপমাত্রার বড়সড় কোনও পরিবর্তন নেই। সকালে ও রাতে শীতের আমেজ বেশি উপভোগ করা যাবে। তবে দিনের বেলায় শীতের অনুভূতি কমবে। দার্জিলিংয়ের তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। মালদহে ১৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। সকালে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় কুয়াশার সম্ভাবনা। কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে কুয়াশার সম্ভাবনা বেশি। সপ্তাহান্তে পার্বত্য এলাকাতেও বাড়বে কুয়াশার সম্ভাবনা। এদিকে, ভিনরাজ্যে জাঁকিয়ে পড়েছে শীত। ঝাড়খণ্ডে শৈত্যপ্রবাহের পরিস্থিতি। ঘন কুয়াশার দাপটে জেরবার হিমাচল প্রদেশ, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মিজোরাম ও ত্রিপুরা। তামিলনাড়ু, পন্ডিচেরি এবং করাইকালেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
  • Link to this news (প্রতিদিন)