• স্কুলছাত্র ছেলেকেই নিয়ে গেল জাতীয় তদন্ত সংস্থা
    আনন্দবাজার | ০৫ ডিসেম্বর ২০২৫
  • পূর্ব মেদিনীপুরের ময়নার বাকচার বিজেপি নেতা বিজয় ভুঁইয়া খুনে অন্যতম অভিযুক্ত তৃণমূল কর্মী বুদ্ধদেব মণ্ডল পলাতক। তাঁর খোঁজে বুধবার ভোরে ফের অভিযান চালাল এনআইএ। তবে ময়নার ভাড়াবাড়িতে বুদ্ধদেবকে না পেয়ে তাঁর স্কুলপড়ুয়া আঠারো বছরের ছেলেকে গোয়েন্দারা আটক করে নিয়ে গিয়েছেন বলে দাবি। যদিও এ ব্যাপারে কিছুই স্পষ্ট করেনি এনআইএ। সরব হয়েছে তৃণমূল।

    ময়নার একটি স্কুলের দ্বাদশ শ্রেণির ওই ছাত্রের মা সুমিত্রা মণ্ডলের দাবি, “ভোর ৫টা নাগাদ এনআইএ-র চার-পাঁচ জন আসেন। ছেলে রাত জেগে স্কুলের প্রজেক্ট করছিল। ওঁরা ওকে চড় মারেন। মারধর করতে করতেই জোর করে ওকে তুলে নিয়ে যান।” সুমিত্রার আরও দাবি, “বিজয় ভুঁইয়া খুনে আমার স্বামী জড়িত নন।”

    ২০২৩-এ বাকচায় বিজেপির বুথ সভাপতি বিজয়কে খুনের অভিযোগ ওঠে তৃণমূল নেতা-কর্মীদের বিরুদ্ধে। পুলিশ ৩৪ জনের বিরুদ্ধে মামলা করে। তদন্তভার নেয় এনআইএ। কিছু গ্রেফতারি হলেও বুদ্ধদেব-সহ তিন জন পলাতক। বুদ্ধদেবের খোঁজে গত রবি ও সোমবার ময়নায় এনআইএ অভিযান চালায়। তবে বুদ্ধদেবকে পাওয়া যায়নি।

    তৃণমূলের ময়না ব্লক সভাপতি মৃণাল সামন্তের মতে, “বিজেপির কথাতেই এনআইএ ত্রাস তৈরি করতে চাইছে।” বাকচার বিজেপি নেতা উত্তম সিংহ অবশ্য বলেন, “যত দূর জানি, বুদ্ধদেব কোথায় রয়েছেন, সে বাড়ি দেখাতেই এনআইএ তাঁর ছেলেকে সঙ্গে নিয়েছে।”
  • Link to this news (আনন্দবাজার)