নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী ১৭ ডিসেম্বর শহরে ছোটো উদ্যোগ ও ব্যবসায়ীদের একটি সম্মেলন হতে চলেছে। ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই ব্যবসায়ী সম্মেলনের আয়োজন করছে কনফেডারেশন অব ওয়েস্ট বেঙ্গল ট্রেড অ্যাসোসিয়েশনস। রাজ্যের বিভিন্ন প্রান্তের প্রায় ১২ হাজার ব্যবসায়ী এতে যোগ দেবেন। এরাজ্যে ব্যবসার পথ কীভাবে আরও প্রশস্ত করা যায়, তা নিয়েই ওই আলোচনা হবে। জানিয়েছেন কনফেডারেশনের সভাপতি সুশীল পোদ্দার। তাঁর কথায়, আলোচনায় গুরুত্ব পাবে—এরাজ্যে সহজে ব্যবসা করার পন্থা, ব্যবসায়িক পরিকাঠামোর আধুনিকীকরণ, ব্যবসায়ীরা যে সমস্যায় পীড়িত প্রভৃতি। ব্যবসায়ীরা সরকারের সঙ্গে একযোগে কীভাবে কাজ করতে পারেন, আলোচনা হবে তা নিয়েও। সম্মেলনে মুখ্যমন্ত্রীও উপস্থিত থাকবেন বলে জানিয়েছে কনফেডারেশন।