নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রেশনে প্রতি লিটার কেরোসিনের দাম ডিসেম্বরে একধাক্কায় ৪ টাকা বাড়িয়ে দিল কেন্দ্র। এটা নিয়ে তিনমাসের মধ্যে মোট বৃদ্ধি ৬ টাকা। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি প্রতিমাসে যে ইশ্যু প্রাইস ঠিক করে তার ভিত্তিতেই কেরোসিনের বিক্রয় মূল্য নির্ধারণ করে রাজ্য খাদ্যদপ্তর। এমাসে কলকাতায় কেরোসিনের দাম হবে ৬৭ টাকা। মনে করছে ডিলার সংগঠন। দাম ৭০ টাকার মধ্যে থাকবে জেলাগুলিতে। পরিবহণ খরচে পার্থক্যই এর কারণ। বেশি দামের কারণে রেশন গ্রাহকদের কাছে কেরোসিনের চাহিদা আরও কমবে। আশঙ্কা ডিলার সংগঠনের। পশ্চিমবঙ্গে কেরোসিনের চাহিদা কমাতেই এটা কেন্দ্রের কৌশল। অভিযোগ ডিলার সংগঠন নেতা অশোক গুপ্তের। গোটা দেশেই রেশন মারফত কেরোসিন বণ্টন তুলে দিতে মরিয়া দিল্লি। কিন্তু বাংলা তাতে রাজি নয়। কলকাতা হাইকোর্টের একটি রায়ের প্রেক্ষিতেই মোদি সরকার বাংলায় সবচেয়ে বেশি পরিমাণে কেরোসিন দিতে বাধ্য হয়। পেট্রোল-ডিজেলের দাম দীর্ঘদিন অপরিবর্তিত। সেখানে কেরোসিনের মতো গরিবের ব্যবহার্য পেট্রোপণ্য অগ্নিমূল্য! কেন? কেন্দ্রের ব্যাখ্যা পাননি ডিলাররা।