• বাগডোগরা যেতেই লাগছে দুবাইয়ের ভাড়া! জেনে নিন কলকাতা থেকে বিভিন্ন শহরের টিকিটের দাম
    এই সময় | ০৫ ডিসেম্বর ২০২৫
  • ইন্ডিগোর সঙ্কটে মাথায় হাত যাত্রীদের। শুক্রবারও বাতিল করা হয়েছে ৫০০-র বেশি উড়ান। দেশের সবথেকে বড় উড়ান সংস্থার শয়ে শয়ে ফ্লাইট বাতিল হওয়ায় দেশীয় বিমানগুলির ভাড়া এখন আকাশছোঁয়া। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে, দেশের ভিতরে এক শহর থেকে অন্য শহরে যাওয়ার খরচে অনায়াসেই লন্ডন বা প্যারিস ঘুরে আসা যাবে!

    এ দিন কলকাতা থেকে মুম্বই যাওয়ার কোনও বিমানই নেই। শনিবার কলকাতা থেকে মুম্বই যাওয়ার সর্বনিম্ন প্লেন ভাড়া ৭১,০০০ টাকা আর রবিবার ৩১,০০০ টাকা।

    মহারাষ্ট্রের অন্য শহর পুনেতে যেতে গেলে শুক্রবার টিকিটের ভাড়া গুনতে হবে ৫০,০০০ টাকা। শনিবারের টিকিটের ভাড়া ৭১,০০০ টাকা, রবিবার ২৪,০০০ টাকা।

    দিল্লির ক্ষেত্রেও একই অবস্থা। শনিবার কলকাতা থেকে দিল্লি উড়ে যেতে গেলে খরচা পড়বে ২৮,০০০ টাকা, রবিবার ২২,০০০ টাকা।

    শুক্র এবং শনিবার কলকাতা থেকে বেঙ্গালুরু যাওয়ার উড়ানের কোনও টিকিট অবশিষ্ট নেই। রবিবারে টিকিটের ভাড়া ৪৯,০০০ টাকা।

    কলকাতা থেকে শুক্রবার চেন্নাইয়ের বিমান ভাড়া পৌঁছেছে ৭২,০০০ টাকায়। শনিবারের ভাড়া ৬০,০০০ টাকা এবং রবিবার ৩৬,০০০ টাকা।

    শুক্রবার কলকাতা থেকে হায়দরাবাদ যেতে গেলে পকেট থেকে খসবে ৪৮,০০০ টাকা। শনি ও রবিবার ৫৬,০০০ টাকা করে।

    গোয়ার ডাবোলিম এয়ারপোর্টে যেতে গেলে শুক্রবার খরচ পড়বে ৪৪,০০০ টাকা। শনিবার ৩৯,০০০ টাকা, রবিবার ৪০,০০০ টাকা।

    এমনকী শুক্রবার কলকাতা থেকে রাজ্যের অন্য বিমানবন্দর বাগডোগরা যাওয়ারও উড়ানেরও কোনও টিকিট নেই। শনিবার যেতে গেলে খরচ পড়বে ২৫,০০০ টাকা, রবিবার ২৪,০০০ টাকা।

    অথচ, একই সময়ে কলকাতা থেকে ব্যাংকক যাওয়ার টিকিটের দাম ঘোরাফেরা করছে ১৬,০০০ থকে ২০,০০০ টাকার মধ্যে। দুবাই যাওয়ার উড়ানের টিকিটের দাম ২৫,০০০ থেকে ৩০,০০০ টাকার মধ্যে।

    সিঙ্গাপুর যাওয়ার টিকিটের ভাড়া রয়েছে ২০,০০০ থেকে ২৫,০০০ টাকার মধ্যে। মালয়েশিয়ার কুয়ালালামপুরের টিকিটের ভাড়া ১৫,০০০ থেকে ১৭,০০০ টাকার মধ্যে।

    এমনকী কলকাতা থেকে তুরস্কের ইস্তানবুলও উড়ে যাওয়া যাবে ২৫,০০০ টাকার মধ্যে। লন্ডন বা প্যারিস যেতে গেলে দিল্লি হয়ে যেতে হবে। দিল্লি থেকে এখন এই শহরগুলির ইকোনমি ক্লাসের বিমানের ভাড়া ২৫,০০০ টাকার মতো।

    তা হলে কী বুঝলেন? ইন্ডিগো সঙ্কটে দেশের উড়ান পরিবহণের এমনই অবস্থা যে, দেশীয় উড়ানের থেকে কম খরচে এখন বিদেশ ভ্রমণ করে আসা সম্ভব। এ দিনও দেশ জুড়ে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫২৩টি ফ্লাইট বাতিল করেছে ইন্ডিগো। বিপাকে পড়েছেন হাজার হাজার যাত্রী। তাই পকেট জ্বলে গেলেও জরুরি প্রয়োজনে চড়া দামেই টিকিট কাটতে বাধ্য হচ্ছেন সাধারণ মানুষ।

    অপারেশন সিঁদুর হোক কিংবা উত্তরবঙ্গে হড়পা বানের জেরে নামা ধস— যে কোনও সঙ্কটের সময়ে উড়ান সংস্থাগুলির টিকিটের এই মাত্রাতিরিক্ত দাম নেওয়ার প্রবণতা দেখা গিয়েছে। যার মাশুল গুনতে হয় সাধারণ মানুষকে। অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক বা DGCA কি এই বিষয়টিতে নজর দেবে? ইন্ডিগো সঙ্কটের ফলে তৈরি হওয়া পরিস্থিতিতে আরও একবার উঠল এই প্রশ্নটা।

  • Link to this news (এই সময়)