• IndiGo-র বিমান বিভ্রাটের জের, দিল্লি থেকে কলকাতা, মুম্বইয়ের বিমানের ভাড়া আকাশছোঁয়া
    এই সময় | ০৫ ডিসেম্বর ২০২৫
  • বিগত তিনদিন ধরে IndiGo-র বিমান বিভ্রাট অব্যাহত। এ বার তারই প্রভাব পড়তে চলেছে যাত্রীদের পকেটের উপরে। ছ্যাঁকা দিচ্ছে বিমানের টিকিটের দাম। IndiGo-র একের পর এক বিমান বাতিল হওয়ায় শেষ মুহূর্তে অন্য সংস্থার বিমানের টিকিট কাটতে বাধ্য হচ্ছেন যাত্রীরা। আর তাতেই বিপত্তি। টিকিটের দাম আকাশছোঁয়া।

    দিল্লি থেকে মুম্বইয়ের রিটার্ন ফ্লাইটের টিকিটের দাম সাধারণত ২০,০০০ টাকার আশেপাশে থাকে। আজ IndiGo দিল্লি-মুম্বইয়ের সমস্ত ফ্লাইট বাতিল করায় অন্য সংস্থায় ওই টিকিটের দাম ছাড়িয়ছে ৬০,০০০ টাকা।

    দিল্লি ও কলকাতার মধ্যেও ফ্লাইটের দাম হয়েছে প্রায় দ্বিগুণ। IndiGo ফ্লাইট বাতিল করায় কেবলমাত্র স্পাইসজেটের একটি বিমানেরই টিকিট পাওয়া যাচ্ছে। সেই বিমানের টিকিটের দাম ৩৮,৭০০ টাকা।

    অন্যান্য রুটের ফ্লাইটের অবস্থা কী?

    IndiGo-র বিমান বিভ্রাটের জেরে ভাড়া বেড়েছে সমস্ত রুটের ফ্লাইটেই। দিল্লিতে হল্ট দিয়ে, মুম্বই থেকে চেন্নাইগামী বিমানের ভাড়াও ৬০,০০০ টাকা। ওই রুটের ফ্লাইটে যদি এক সপ্তাহ পরে যাত্রা হয়, তবে টিকিটের দাম ৪,৫০০ টাকা কম হবে।

    মুম্বই থেকে শ্রীনগর যাওয়ার বিমানের টিকিটের দাম অন্যান্য সময়ে ১০,০০০ টাকার আশেপাশে থাকে। বর্তমান পরিস্থিতিতে সেই দাম গিয়ে পৌঁছেছে ৬২,০০০ টাকায়। পরের দিনের রিটার্ন জার্নি-সহ যদি ওই টিকিট কাটা হয়, তাহলে দাম পড়বে ৯২,০০০ টাকার কিছু বেশি।

    IndiGo-র লাগাতার বিমান বিভ্রাটের জেরে নাজেহাল হয়েছেন যাত্রীরা। গোটা দেশে আজ ৫০০-র বেশি উড়ান বাতিল করেছে সংস্থাটি। দিল্লি থেকেই বাতিল হয়েছে ২০০-রও বেশি বিমান। আর এর ফলেই এত দাম বেড়েছে টিকিটের, এমনটাই মত বিশেষজ্ঞদের।

  • Link to this news (এই সময়)