আজকাল ওয়েবডেস্ক: স্বস্তি পেলেন কালীঘাটের কাকু। নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত ছিলেন কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র। এবার তার জামিন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট। শুক্রবারই তাকে কয়েকটি শর্ত আরোপ করে জামিন দিয়েছেন বিচারপতি শুভ্রা ঘোষ।
এর আগে সাময়িকভাবে প্যারোলে জামিন পেয়েছিলেন তিনি। এবার শর্তসাপেক্ষে তার জামিন মঞ্জুর করল আদালত। তাকে পাসপোর্ট জমা করতে হবে এবং নিয়োগ দুর্নীতি মামলার যে তদন্ত চলছে তাতে সিবিআই বা ইডিকে সহায়তা করতে হবে। পাশাপাশি জামিনের ক্ষেত্রে আদালত তাকে একটি স্থায়ী নম্বর দিয়ে রাখতে বলেছে। এই নম্বরটি থাকবে তদন্তকারী অফিসারের কাছে। কলকাতা বা নিজের এলাকা থেকে অন্যত্র কোথাও যেতে পারবেন না তিনি। সপ্তাহে একদিন তদন্তকারী সংস্থার সঙ্গে তাকে দেখা করতে হবে।
প্রসঙ্গত, প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছিলেন কালীঘাটের কাকু। আগেও বেশ কয়েকটি অন্তবর্তী জামিন পেয়েছিলেন তিনি। সেই সময় নিজের বাড়িতেই তিনি থাকতেন। এবার তিনি স্থায়ী জামিন পেলেন।
সিবিআই মামলায় চলতি বছরের ফেব্রুয়ারি মাসে তিনি অন্তবর্তী জামিন পেয়েছিলেন। তখন শারীরিক অবস্থার কথা বিবেচনা করে তাকে জামিন দেওয়া হয়েছিল। তবে হাই কোর্টের নির্দেশ ছিল তার বাড়িতে নজরদারির জন্য সাদা পোশাকের কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন করতে পারে সিবিআই। বাড়ি এবং হাসপাতাল ছাড়া তিনি কোথাও যেতে পারবেন না। তবে এবার আর অন্তবর্তী জামিন নয়, সিবিআই মামলায় স্থায়ী জামিন পেলেন সুজয়কৃষ্ণ ভদ্র। আদালতের এই নির্দেশ তার জন্য বড় স্বস্তি বলেই মনে করছেন আইনজীবী মহলের একাংশ।