• হাওড়ায় ৫ নতুন ট্রেনের ঘোষণা রেলের, ব্যান্ডেল রুটে AC Local?
    আজ তক | ০৫ ডিসেম্বর ২০২৫
  • শিয়ালদা-রানাঘাট রুটে বিপুল সাড়া ফেলেছে এসি লোকাল পরিষেবা। এবার সেই সাফল্যের ছাপ দেখা যাবে হাওড়া শাখাতেও। পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মিলিন্দ দেউস্কর জানালেন, ব্যান্ডেল রুটে এসি লোকাল চালানোর সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি তিনি জানান, অত্যধিক যাত্রী চাহিদার কারণে পূর্ব রেল আরও পাঁচটি নতুন লোকাল ট্রেন পেতে চলেছে।

    বর্তমানে শিয়ালদা-কল্যাণী এবং শিয়ালদা-কৃষ্ণনগর রুটে এসি লোকাল চলছে। রেলের পরিসংখ্যান বলছে, এই দুই রুটেই যাত্রী সংখ্যা দিন দিন বাড়ছে। শিয়ালদা ডিভিশনের এসি লোকালের সাফল্য দেখে রেলবোর্ডও সন্তুষ্ট। মিলিন্দ দেউস্কর জানান, হাওড়া-ব্যান্ডেল রুটে এসি লোকাল চালুর আগে বিস্তারিত সমীক্ষা চলছে। সবদিক বিবেচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

    শিয়ালদা ডিভিশনের তথ্য অনুযায়ী, কৃষ্ণনগর-রানাঘাট–কল্যাণী রুটে এসি লোকাল অভূতপূর্ব সাফল্য পেয়েছে। যাত্রীসংখ্যা প্রত্যাশার চেয়ে অনেক বেশি হওয়ায় পূর্ব রেল নতুন পাঁচটি এসি লোকাল হাতে পাচ্ছে। সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার থেকেই শিয়ালদা-কল্যাণী রুটে আরও একটি নতুন এসি লোকাল চালু হয়েছে।

    এছাড়া, যাত্রী সুবিধার কথা মাথায় রেখে রবিবারেও এসি লোকাল চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল। আপাতত পরীক্ষামূলকভাবে এই পরিষেবা শুরু করা হবে।

    শিয়ালদা ডিভিশনের ডিআরএম রাজীব সাক্সেনা আগেই জানিয়েছেন, এসি লোকালের যাত্রীপ্রবাহ রেলের অনুমানের থেকেও অনেক বেশি। বিশেষ করে শিয়ালদা-কল্যাণী-রানাঘাট রুটে টিকিট বিক্রি হচ্ছে ১৫০ শতাংশেরও বেশি। আবার কৃষ্ণনগর-শিয়ালদা রুটে টিকিট বিক্রি ছাড়িয়েছে ৯০ শতাংশের গণ্ডি। এ কারণেই যাত্রীদের সুবিধা বাড়াতে রবিবারেও ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

     
  • Link to this news (আজ তক)