সপ্তাহান্তে বাতিল বনগাঁ রুটের বহু লোকাল ট্রেন, ক্লিক করে দেখুন লিস্ট
আজ তক | ০৫ ডিসেম্বর ২০২৫
পূর্ব রেলের যাত্রীদের জন্য বড় খবর। বিশেষ করে শিয়ালদা ডিভিশনের যাত্রীদের জরুরি আপডেট দিল পূর্ব রেল। শনি-রবিতে ৭ ঘণ্টার জন্য় দমদম জংশন স্টেশনে করা হচ্ছে ট্রাফিক ব্লক। এরফলে বেশ কয়েকটি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। একইসঙ্গে কয়েকটি লোকালের যাত্রাপথও সংক্ষিপ্ত করা হয়েছে। পাশাপাশি প্রভাব পড়ছে এক্সপ্রেস ট্রেনেও।
পূ্র্ব রেলের তরফে জানানো হয়েছে,শনিবার রাত ১০টা ৩০ থেকে রবিবার ভোর ৫টা ৩০ পর্যন্ত ট্রাক রক্ষণাবেক্ষণের কাজ চালানো হবে। এরফলে কোন কোন ট্রেনগুলি বাতিল করা হল, জেনে নেওয়া যাক।
এছাড়াও বেশ কয়েকটি লোকাল ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। সেগুলি কী কী? জেনে নেওয়া যাক।
এছাড়াও বেশ কয়েকটি এক্সপ্রেস ট্রেনের সময়সূচিতে বদল এসেছে। সেগুলিও দেখে নেওয়া যাক
১৩১৪২ ডাউন নিউ আলিপুরদুয়ার-তিস্তা তোর্সা এক্সপ্রেস ৬ ডিসেম্বর দুপুর ১২টা বেজে ৫ মিনিটের পরিবর্তে দুপুর ২টো বেজে ৩৫ মিনিটে ছাড়বে।
১৩১৫৪ ডাউন মালদা টাউন শিয়ালদা এক্সপ্রেস মালদা টাউন থেকে রাত ৯টা বেজে ২৫ মিনিটের পরিবর্তে রাত ১১টা বেজে ১৫ মিনিটে ছাড়বে।