ইন্ডিগোর বিমান বিপর্যয়, দেশজুড়ে স্তব্ধ পরিষেবা, চরম দুর্ভোগে যাত্রীরা
বর্তমান | ০৫ ডিসেম্বর ২০২৫
নয়াদিল্লি, ৫ ডিসেম্বর: ইন্ডিগোর বিমান বিপর্যয় অব্যাহত। বৃহস্পতিবারের পর আজ, শুক্রবারও সারা দেশে ৬০০-র বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। যার জেরে কলকাতা, দিল্লি, হায়দরাবাদ, বেঙ্গালুরু, মুম্বই সহ একাধিক বিমানবন্দরে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। ক্ষোভে ফেটে পড়ছেন যাত্রীরা। সোশ্যাল মিডিয়ায় দিল্লি বিমানবন্দরের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে দেখা যাচ্ছে, ঠান্ডায় মাটিতে শুয়ে রয়েছেন যাত্রীরা, পাশেই পড়ে রয়েছে কয়েকশো লাগেজ, দেখা নেই বিমান সংস্থা ইন্ডিগোর কোনও কর্মীর। ক্ষুব্ধ যাত্রীরা সরাসরি ইন্ডিগোর বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ তুলছেন।এদিকে দিল্লি এয়ারপোর্টের তরফে জানানো হয়েছে, আজ, শুক্রবার মধ্যরাত পর্যন্ত ইন্ডিগোর কোনও ফ্লাইট আর উড়বে না। এই বিপর্যয়ের জন্য ইন্ডিগো কর্তৃপক্ষ প্রকাশ্যে মুখ না খুললেও জানা যাচ্ছে নতুন উড়ানের সময়সূচির দ্বিতীয় ধাপ কার্যকর হওয়ার পরে ক্রু-চাহিদা বেড়ে গিয়েছে। আর ক্রু-ঘাটতির জেরেই একের পর এক উড়ান বাতিল করতে বাধ্য হচ্ছে এই বেসরকারি বিমান পরিবহণ সংস্থা। জানা যাচ্ছে, এখনও পর্যন্ত কলকাতা বিমানবন্দরে ইন্ডিগোর ৯২ টি,বেঙ্গালুরু বিমানবন্দরে ১০২টি, মুম্বইয়ে ১০৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে।ইতিমধ্যেই বিষয়টি নিয়ে সংসদে প্রশ্ন তুলেছেন বিরোধী দলের সাংসদরা। এই সংকট কাটাতে কেন্দ্র কী ব্যবস্থা নিচ্ছে তা জানতে চাওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকার তাদের নতুন উড়ানসূচি সংক্রান্ত নির্দেশিকা আংশিক প্রত্যাহার করেছে। তারপরেও ইন্ডিগোর বিমান যন্ত্রণা কতটা কমবে তা নিয়ে সন্দেহ রয়েছে।