• নিরপেক্ষ নয়, শান্তির পক্ষে ভারত, পুতিনকে বার্তা মোদির
    বর্তমান | ০৫ ডিসেম্বর ২০২৫
  • নয়াদিল্লি, ৫ ডিসেম্বর: দু’দিনের জন্য ভারত সফরে এসেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একগুচ্ছ কর্মসূচি রয়েছে তাঁর। আজ, শুক্রবার সকালে রাষ্ট্রপতি ভবনে যান তিনি। সেখানে তাঁকে গার্ড অফ অনার দেওয়া হয় ভারতের তিন বাহিনীর তরফে। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাষ্ট্রপতি ভবন থেকে সোজা দিল্লির রাজঘাটে চলে যান প্রেসিডেন্ট পুতিন। সেখানে মহাত্মা গান্ধীর সমাধিস্থলে শ্রদ্ধা জ্ঞাপন করে ফিরে আসেন হায়দরাবাদ হাউসে।কিছুক্ষণ বাদেই সেখানে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হয় পুতিনের। সেই বৈঠকে রাশিয়ার প্রেসিডেন্টকে মোদি বলেন, ‘ইউক্রেন যুদ্ধে ভারত নিরপেক্ষ নয়, সবসময়ে শান্তির পক্ষে। এটাই ভারতের একটি পক্ষ। শান্তি প্রতিষ্ঠার জন্য আমরা সবরকম চেষ্টা করে যাব। যখন থেকে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ শুরু হয়েছে রাশিয়ার, তখন থেকেই কাঁধে কাঁধ রেখে শান্তি প্রতিষ্ঠার জন্য সবরকম চেষ্টা করছি। সেই বিষয়ে আমরা লাগাতার আলোচনা করেছি। ইউক্রেন যুদ্ধের প্রতি মুহূর্তের খবর আপনি আমাদের একজন প্রকৃত বন্ধুর মতো জানিয়েছেন। আমি মনে করি এই বিশ্বাসযোগ্যতাই আসল শক্তি। শান্তির মাধ্যমেই বিশ্বের উন্নতি সম্ভব। আমরা একসঙ্গে গোটা বিশ্বকে সেই পথেই নিয়ে যাব।’ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকেও বক্তব্য রাখতে দেখা যায়। মোদিকে তিনি বলেন, ‘ইউক্রেনে যা ঘটছে সেই নিয়ে আমেরিকা-সহ অনেকের সঙ্গেই আলোচনা চলছে। শান্তি প্রস্তাবের চেষ্টা করা হচ্ছে। প্রধানমন্ত্রী যেভাবে ইউক্রেন সমস্যার দিকে নজর রেখেছেন সেটা সত্যিই প্রশংসনীয়।’
  • Link to this news (বর্তমান)