চাপের মুখে পড়ে উড়ান সংক্রান্ত শ্রমবিধি আংশিক প্রত্যার মোদি সরকারের
বর্তমান | ০৫ ডিসেম্বর ২০২৫
নয়াদিল্লি, ৫ ডিসেম্বর: যাত্রী নিরাপত্তার সঙ্গে আপস করে ইন্ডিগো সংকটে মুখরক্ষা কেন্দ্রের। চাপের মুখে পড়ে উড়ান সংক্রান্ত শ্রমবিধি আংশিক প্রত্যাহার করল মোদি সরকার। গতবছর কেন্দ্রের অসামরিক বিমান পরিবহণ নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ পাইলট এবং বিমানকর্মীদের কাজের নিদির্ষ্ট সময় সময় বেঁধে দিয়েছিল। প্রকাশ করা হয় নতুন শ্রম বিধি ‘ফ্লাইট ডিউটি টাইম লিমিটেশনস’। সেইসময় ইন্ডিগো ও অন্যান্য বেসরকারি বিমান সংস্থাগুলির আপত্তিতেই তা চালু করা যায়নি। এই নভেম্বর মাসে ওই নিয়ম লাগু হতেই ধাক্কা খায় উড়ান পরিষেবা। বিশেষত দেশের বৃহত্তম বিমান সংস্থা ইন্ডিগোর পরিষেবা কার্যত স্তব্ধ হয়ে গিয়েছে। প্রবল সমালোচনার মুখে শেষ পর্যন্ত পদক্ষেপ করতে বাধ্য হয়েছিল ডিজিসিএ। কড়া মনোভাব দেখিয়ে গতকাল ইন্ডিগো কর্তৃপক্ষকে ডেকে পাঠানো হয়। কিন্তু বিমান সংস্থাগুলির পাল্টা চাপে শেষ পর্যন্ত পিছু হটে মোদি সরকার। বাতিল করা হয়েছে বিমানকর্মীদের বিশ্রাম সংক্রান্ত আগের বিধি। কী বলা হয়েছিল ‘ফ্লাইট ডিউটি টাইম লিমিটেশনস’ বিধিতে? পাইলটরা ছুটি নিলেও প্রতি সপ্তাহে তাঁদের ৪৮ ঘণ্টার বিশ্রাম দেওয়া বাধ্যতামূলক। ইন্ডিগোর ফ্লাইট ক্রু ঘাটতিতে সারা দেশে বিমান বিপর্যয়ে ডিজিসিএ নতুন নিয়ম ফিরিয়ে নেওয়ায় আবার পাইলটদের ওই ৪৮ ঘণ্টার মধ্যে অন্তর্ভুক্ত করা হচ্ছে। এদিকে,এই বিপর্যয়ের জন্য ইন্ডিগো কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখে দ্রুত সমস্যা সমাধান করার চেষ্টা করা হচ্ছে। জানা যাচ্ছে, এখনও পর্যন্ত কলকাতা বিমানবন্দরে ইন্ডিগোর ৯২ টি,বেঙ্গালুরু বিমানবন্দরে ১০২টি, মুম্বইয়ে ১০৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে সংসদে প্রশ্ন তুলেছেন বিরোধী দলের সাংসদরা। এই সংকট কাটাতে কেন্দ্র কী ব্যবস্থা নিচ্ছে তা জানতে চাওয়া হয়েছে।