নিয়োগ দুর্নীতি মামলা: কলকাতা হাইকোর্টে জামিন পেলেন ‘কালীঘাটের কাকু’
বর্তমান | ০৫ ডিসেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এবার বড় স্বস্তি পেলেন ‘কালীঘাটের কাকু’ ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্ট থেকে শর্তাধীন জামিন পেলেন তিনি। সিবিআইয়ের গ্রেফতারি সংক্রান্ত মামলায় ‘কালীঘাটের কাকু’-র জামিন মঞ্জুর করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ। তবে একাধিক শর্ত মানতে হবে সুজয়কৃষ্ণকে। তাঁর জামিন মঞ্জুর করতে গিয়ে হাইকোর্ট জানিয়েছে, পাসপোর্ট জমা রাখতে হবে সৃজয়কৃষ্ণকে।ফোন নম্বর জানাতে হবে সিবিআই ও আদালতকে। তদন্তকারী অফিসারের সঙ্গে সপ্তাহে একদিন দেখা করতে হবে। প্রমাণ নষ্ট করা যাবে না। এছাড়া জামিন পেলেও কলকাতার বাইরে কোথাও যেতে পারবেন না তিনি। এই শর্তগুলি না মানলে জামিন বাতিল করে দিতে পারবে নিম্ন আদালত। এমনটাই জানিয়েছে কলকাতা হাইকোর্ট। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় এর আগে অন্তর্বর্তী জামিন পেয়েছিলেন ‘কালীঘাটের কাকু’।