• একসঙ্গে নাচের ছন্দে পা মেলালেন মহুয়া-কঙ্গনা, সাংসদদের ছবি ভাইরাল নেটদুনিয়ায়
    প্রতিদিন | ০৫ ডিসেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজনীতির ময়দানে তাঁরা প্রবল প্রতিপক্ষ। শানিত যুক্তিতে একে অপরকে ফালাফালা করতে ব্যস্ত থাকেন। কিন্তু এবার তাঁদের দেখা গেল, এক সঙ্গে নাচের ছন্দে পা মেলাচ্ছেন! রাজনৈতিক বৈরিতা ভুলে নাচে মেতে উঠেছেন। তিন সাংসদ মহুয়া মৈত্র, কঙ্গনা রানাউত এবং সুপ্রিয়া সুলের নাচের দৃশ্য ভাইরাল হতেই শুরু সমালোচনার ঝড়। নেটিজেনদের মতে, রাজনীতিবিদরা এভাবেই আমজনতাকে বোকা বানায়।

    ঠিক কী ঘটেছে? গত বুধবার নিজের ইনস্টাগ্রামে একটি স্টোরি শেয়ার করেন কঙ্গনা। সেখানে দেখা যায়, নাচ প্র্যাকটিস করছেন মাণ্ডির বিজেপি সাংসদ। সঙ্গে রয়েছেন তৃণমূল সাংসদ মহুয়া এবং এনসিপি (শরদ) সাংসদ সুপ্রিয়া। তাঁদের সঙ্গে নাচের মহড়া দিচ্ছেন বিজেপি সাংসদ নবীন জিন্দলও। আসলে দিনকয়েক পরেই নবীনের মেয়ের বিয়ে। সেই বিবাহবাসরে সঙ্গীত অনুষ্ঠানের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন চার সাংসদ। ঘটনাচক্রে দু’জন শাসক এবং দু’জন বিরোধী জনপ্রতিনিধি।

    সেই ছবি ভাইরাল হতেই ক্ষুব্ধ নেটদুনিয়া। একজনের মতে, ‘পাঞ্জাবের প্রতিবাদী কৃষকদের জঙ্গি বলেছিলেন কঙ্গনা, তাঁর সঙ্গেই নাচছেন কঙ্গনা-মহুয়া। এভাবেই আসলে রাজনৈতিক দলগুলো মানুষকে বোকা বানায়।’ আরেক নেটিজেন বলছেন, ‘দিনে বিরোধিতা, রাতে একসঙ্গে মোচ্ছব! এই জন্যই আমজনতা একা। যারা কৃষকদের কটাক্ষ করেছে, দেশে ঘৃণা ছড়িয়েছে, তাদের সঙ্গেই এখন ‘বন্ধুত্ব’ হচ্ছে, বিয়ে উপলক্ষে।’ 

    নেটিজেনদের কেউ কেউ আবার কঙ্গনা-মহুয়াদের পাশেও দাঁড়িয়েছেন। তাঁদের মতে, সংসদের বাইরে রাজনীতিবিদদের সম্পর্ক ভালোই থাকে। তাঁদের নিয়ে অহেতুক লড়াই করে আমজনতাই। অন্য রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখাটা কোনও অন্যায় নয় বলেই মত নেটদুনিয়ার একাংশের। সব মিলিয়ে কঙ্গনা-মহুয়াদের একসঙ্গে নাচ করা নিয়ে কার্যত যুদ্ধ বেঁধেছে নেটপাড়ায়। সাংসদদের কেউই অবশ্য এই বিতর্ক নিয়ে মুখ খোলেননি। 
  • Link to this news (প্রতিদিন)