• ‘ভারত নিরপেক্ষ নয়…’ ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের পাশে বসে বড় বার্তা মোদির!
    প্রতিদিন | ০৫ ডিসেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর প্রথমবার ভারত সফরে ভ্লাদিমির পুতিন। সেখানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যুদ্ধের আবহে ভারত মোটেই নিরপেক্ষ নয়। সেই সঙ্গে নেতা পুতিনের (Vladimir Putin) ভূয়সী প্রশংসা করেছেন ‘বন্ধু’ মোদি (PM Narendra Modi)। পুতিনের পাশে বসে প্রধানমন্ত্রীর বার্তা, কেবলমাত্র শান্তির পথ ধরেই বিশ্বের বিকাশ সম্ভব।

    ২০২২ সালের ফেব্রুয়ারি মাস থেকে চলছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। তারপর থেকে বেশ কয়েকবার ফোনে কথা হয়েছে মোদি-পুতিনের। নানা আন্তর্জাতিক ফোরামে সাক্ষাৎ হয়েছে। রাশিয়া সফরেও গিয়েছেন প্রধানমন্ত্রী। এই দীর্ঘ সময় ধরে ভারতের অবস্থান একচুলও বদলায়নি। মোদি এবং ভারতের অন্যান্য প্রতিনিধি সাফ জানিয়েছেন, নিরপেক্ষ নয়, ভারত শান্তির পক্ষে। আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যা মেটাক দু’পক্ষ। শুক্রবার হায়দরাবাদ হাউসের বৈঠকে সেই কথাই আবারও রুশ প্রেসিডেন্টকে মনে করিয়ে দিয়েছেন মোদি। 

    শুক্রবার বৈঠকের শুরুতেই প্রধানমন্ত্রী বলেন, “ভারত নিরপেক্ষ নয়। ভারত শান্তির পক্ষে। এটা শান্তির যুগ। সাম্প্রতিক অতীতে শান্তি ফেরাতে অনেক চেষ্টা হয়েছে। আমার বিশ্বাস গোটা বিশ্ব আবারও শান্তির পথে ফিরবে।” নেতা হিসাবেও পুতিনের ভূয়সী প্রশংসা করেছেন মোদি। তিনি বলেন, “যুদ্ধ শুরুর পর থেকে প্রকৃত বন্ধুর মতো ইউক্রেন যুদ্ধ নিয়ে দফায় দফায় আলোচনা করেছেন পুতিন। সমস্ত তথ্য জানিয়েছেন।” মোদির কথায়, আগামী দিনে বিশ্বে শান্তি ফিরবে বলে আশাবাদী তিনি, কারণ শান্তির মাধ্যমেই বিকাশ ঘটবে। 

    ইউক্রেন যুদ্ধ নিয়ে এদিন মুখ খুলেছেন পুতিনও। রুশ প্রেসিডেন্ট বলেন, “ইউক্রেনে যা ঘটছে সেই নিয়ে আমেরিকা-সহ অনেকের সঙ্গেই আলোচনা চলছে। শান্তি প্রস্তাবের চেষ্টা হচ্ছে। প্রধানমন্ত্রী যেভাবে ইউক্রেন সমস্যার দিকে নজর রেখেছেন সেটা সত্যিই প্রশংসনীয়।” ইউক্রেন যুদ্ধ ছাড়াও আরও নানা ইস্যুতে আলোচনা হতে পারে শুক্রবারের বৈঠকে।
  • Link to this news (প্রতিদিন)