• বিবাহবিচ্ছেদে ‘না’, ভাইকে দিয়ে স্বামীকে ‘খুন’, জঙ্গলে উদ্ধার অর্ধদগ্ধ পচাগলা দেহ
    প্রতিদিন | ০৫ ডিসেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিবাহবিচ্ছেদে রাজি ছিলেন না স্বামী! ভাই ও আত্মীয়দের সাহায্যে তাঁকে খুনের অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে। জাতীয় সড়কের ধারের জঙ্গলের উদ্ধার যুবকের অর্ধদগ্ধ পচাগলা দেহ। স্ত্রী-সহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের থানে জেলায় শাহাপুর থানা এলাকায়। মৃতের নাম টিপান্না। তিনি কর্ণাটকের বেল্লারি জেলার সিরুগুপ্পা গ্রামের বাসিন্দা। স্ত্রী হাসিনা মেহবুব শেখের সঙ্গে তাঁর দাম্পত্য কলহ চরমে উঠেছিল। সম্প্রতি তাঁরা আলাদা থাকছিলেন। কিছুদিন আগে বিবাহবিচ্ছেদের মামলা দায়ের করেন হাসিনা। তবে ডিভোর্স দিতে রাজি ছিলেন না টিপান্না। অভিযোগ, সেই রাগেই ভাই ও আরও একজনের সঙ্গে মিলে স্বামীকে খুনের পরিকল্পনা করেন হাসিনা।

    পরিকল্পনা অনুযায়ী, ১৭ নভেম্বর টিপান্নাকে ঘুরতে যাওয়ার নাম করে ডাকেন হাসিনার অটোচালক ভাই ফায়াজ জাকির হোসেন শেখ। সঙ্গে আরও একজন ছিলেন। তাঁরা গাড়ি চালিয়ে শাহাপুর থানা এলাকায় জঙ্গলের মধ্যে নিয়ে যায় টিপান্নাকে। অভিযোগ, দিদির তৈরি করা পরিকল্পনার মতো সেখানে টিপান্নাকে খুন করেন ভাই। আরও অভিযোগ, প্রমাণ লোপাটের জন্য দেহ পুড়িয়ে দেওয়ারও চেষ্টা করেন তাঁরা। পরে পুঁতে দেওয়া হয় মাটিতে।
    ২৫ নভেম্বর মুম্বই-নাসিক হাইওয়ের শাহাপুরের জঙ্গলে টিপান্নার পচাগলা দেহ উদ্ধার হয়।

    দেহ ময়নাতদন্তে পাঠিয়ে তদন্তে নামে শাহাপুর থানার পুলিশ। গ্রেপ্তার করা হয় মৃতের স্ত্রী , শ্যালক-সহ ৩ জনকে। পুলিশের দাবি, মৃতের শ্যালক ফায়াজ খুনের কথা স্বীকার করে বলেছেন তাঁর দিদির পরিকল্পনা মতো খুন করেছেন টিপান্নাকে। শাহাপুর থানার পুলিশ আধিকারিক মুকেশ ধাগে বলেন, “প্রাথমিক তদন্তে অনুমান, টিপান্না তাঁর স্ত্রীকে ডিভোর্স দিতে নারাজ ছিলেন। যার ফলে স্ত্রী আত্মীয় ও বন্ধুদের সহায়তায় স্বামীকে খুনের পরিকল্পনা করেছে। অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত চলছে।”
  • Link to this news (প্রতিদিন)