• স্ত্রীর গায়ে হাত তুলেছেন কেন? শ্বশুরকে পিটিয়ে খুনে গ্রেপ্তার ‘গুণধর’ জামাই!
    প্রতিদিন | ০৫ ডিসেম্বর ২০২৫
  • গোবিন্দ রায়, বসিরহাট: বিবাহিত মেয়েকে মারধর করেছিলেন প্রৌঢ় বাবা। সেই ঘটনা জানতে পেরে রাগে অগ্নিশর্মা হয়েছিলেন জামাই! শ্বশুরবাড়ি গিয়ে শ্বশুরমশাইকে বেধড়ক মারধর করেন ‘গুণধর’ জামাই। পরে মৃত্যু হয়। শ্বশুরকে পিটিয়ে খুনের অভিযোগে গ্রেপ্তার হলেন জামাই। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বসিরহাটে। মৃতের নাম নির্মল মিস্ত্রি।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার বসিরহাটের স্বরূপনগর থানার গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের তরণীপুরের বাসিন্দা বছর ৬২-এর নির্মল মিস্ত্রি। বেশ কিছুদিন আগে বাদুড়িয়ার আরশুল্লা গ্রামের বাসিন্দা দিপু হালদারের সঙ্গে নির্মলের মেয়ের বিয়ে হয়েছিল। অভিযোগ, বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে বিভিন্ন বিষয়ে বচসা দেখা দেয়। কিছুদিন আগে শ্বশুরবাড়ি থেকে তরুণী বাপেরবাড়িতে চলে এসেছিলেন বলে খবর। সেখানে বাবা নির্মল মিস্ত্রির সঙ্গেও ওই তরুণী বচসায় জড়িয়ে পড়েন বলে অভিযোগ। খারাপ ব্যবহারের জন্য মেয়ের মারধর করেছিলেন বাবা!

    সেই কথা জানতে পেরেছিলেন জামাই দিপু হালদার। গত ২০ নভেম্বর শ্বশুরবাড়ি গিয়ে শ্বশুরের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েছিলেন তিনি! জামাই ও শ্বশুরের মধ্যে তুমুল বচসা হয় বলে অভিযোগ। তখনই শ্বশুরকে বেধড়ক মারধর করতে শুরু করেন জামাই! গুরুতর জখম ওই প্রৌঢ়কে উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই চিকিৎসাধীন ছিলেন ওই ব্যক্তি। ২৩ নভেম্বর ওই প্রৌঢ়ের মৃত্যু হয়। ২৪ নভেম্বর মৃতের পরিবারের তরফে স্বরূপনগর থানায় জামাইয়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়। ঘটনার পর থেকেই পলাতক ছিলেন ওই ব্যক্তি। গতকাল, বৃহস্পতিবার রাতে অভিযুক্ত দীপু হালদারকে হাওড়ার উলুবেড়িয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে। আজ, শুক্রবার ধৃতকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়।
  • Link to this news (প্রতিদিন)