• থাকছেন রামদেব, ২০০’র বেশি সাধু-সন্ত! রবি সকালে ‘৫ লক্ষ কণ্ঠে গীতাপাঠ’ উপলক্ষে সাজছে ব্রিগেড 
    প্রতিদিন | ০৫ ডিসেম্বর ২০২৫
  • সুদীপ বন্দ্যোপাধ্যায়: আগামী রবিবার সনাতন সংস্কৃতি সংসদের উদ্যোগে বিগ্রেডে অনুষ্ঠিত হবে বিশাল ধর্মীয় সমাবেশ-‘পাঁচ লক্ষ কণ্ঠে গীতাপাঠ’। থাকবেন বাবা রামদেব, বাগেশ্বর ধামের ধীরেন্দ্র শাস্ত্রী, কার্তিক মহারাজ-সহ অন্য়ান্যরা। সনাতন সংস্কৃতি সংসদের দাবি, কলকাতা বা শুধু বাংলা নয়, ভারতের ইতিহাসেও এত বড় সমবেত গীতা পাঠ এই প্রথমবার।  

    গতবছরই প্রথমবার কলকাতার বুকে আয়োজন করা হয়েছিল লক্ষ কণ্ঠে গীতাপাঠ। কিন্তু তাতে আশানুরূপ সাফল্য মেলেনি। এবার আরও বড় পরিসরে গীতাপাঠ অনুষ্ঠানের আয়োজন করছে আরএসএস ঘনিষ্ঠ সনাতন সংস্কৃতি সংসদ। ইতিমধ্যেই মিলেছে পুলিশের অনুমতি। ব্রিগেড ময়দানে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। জানা গিয়েছে, রবিবার সকাল ৮ টা থেকে শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। মূল অনুষ্ঠান শুরু হতে পারে ৯ টা নাগাদ। এবার থাকছেন বাবা রামদেব, ধীরেন্দ্র শাস্ত্রী-সহ অন্যান্যরা। এই ধীরেন্দ্র শাস্ত্রী গীতা নিয়ে গবেষণা করেছেন।  আয়োজকদের আশা, বিপুল জন সমাগম হবে এবার। তাই নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে ব্রিগেড।

    এদিন এবিষয়ে সাংবাদিক বৈঠক করেন কার্তিক মহারাজ। তিনি জানান, “বাংলার মুখ্যমন্ত্রী-সহ রাজ্যের বহু মন্ত্রীকেই আমন্ত্রণ জানানো হয়েছে। মুখ্যমন্ত্রী এলে আমরা আনন্দিত হব।” এদিন কার্তিক মহারাজ বলেন, আয়োজকদের আশা গীতাপাঠের মাধ্যমে সমাজে সম্প্রীতি, ও আধ্যাত্মিকতার নতুন বার্তা পৌঁছবে। 
  • Link to this news (প্রতিদিন)