• নদিয়ায় বাংলাদেশ সীমান্তে উদ্ধার ৩৬টি সোনার বিস্কুট, BSF-এর হাতে আটক ১
    এই সময় | ০৫ ডিসেম্বর ২০২৫
  • বাংলাদেশ সীমান্তে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ সোনার বিস্কুট-সহ এক চোরাচালানকারীকে আটক করল BSF। শুক্রবার সকালে নদিয়ার কৃষ্ণগঞ্জের বানপুরে বাংলাদেশ সীমান্তের কাছে বাগানপাড়া এলাকায় আটক। সেনাবাহিনী সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে আগে থেকেই তৎপর ছিল BSF। ওই পাচারকারীকে তল্লাশি করে মোট ৩৬টি সোনার বিস্কুট উদ্ধার করা হয়েছে।

    ওই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে BSF। অভিযুক্তকে কৃষ্ণগঞ্জ থানার হাতে তুলে দেওয়া হয়েছে। কোথা থেকে এই বিপুল পরিমাণ সোনার বিস্কুট নিয়ে আসা হলো, নেপথ্যে আর কে কে রয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। কোথায় পাচার করা হচ্ছে ওই বিস্কুট, তাও খতিয়ে দেখা হচ্ছে। BSF-এর অনুমান নেপথ্যে কোনও বড় চক্র থাকতে পারে। অভিযুক্তকে জেরা করে সেই চক্রটিকে ধরার চেষ্টা করা হচ্ছে।

  • Link to this news (এই সময়)