• ভোটার লিস্টে ‘ভূত’ ধরতে এ বার নয়া প্রযুক্তি, কত শতাংশ ডিজিটাইজ়েশনের কাজ শেষ হলো রাজ্যে?
    এই সময় | ০৬ ডিসেম্বর ২০২৫
  • ভুয়ো ভোটার ধরতে এ বার ফেসিয়াল রেকগনিশন প্রযুক্তির সাহায্য নেওয়ার কথা জানাল নির্বাচন কমিশন। ভোটারের তথ্য যাচাইয়ে AI-এর সাহায্য নেওয়ার কথা আগেই জানিয়েছিলেন আধিকারিকরা। ফেসিয়াল রেকগনিশনের প্রযুক্তির ক্ষেত্রে সহজেই অনুপ্রবেশকারীদেরও চিহ্নিত করা যাবে বলে দাবি। শুক্রবার মোট ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের CEO-দের নিয়ে বৈঠকে এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন।

    প্রথমে ৪ ডিসেম্বরে মধ্যে SIR-এর প্রথম পর্যায়ের কাজ শেষ হওয়ার কথা থাকলেও বর্তমানে সেই সময়সীমা এক সপ্তাহ বাড়ানো হয়েছে। জানা গিয়েছে, ইতিমধ্যে ৯৯ শতাংশ ফর্ম আপলোডের কাজ সম্পূর্ণ। ফর্মপূরণ ও আপলোড নিয়ে অসন্তোষ জানিয়েছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। নথি দিলেও যাচাইয়ের সময়ে ভুয়ো ভোটার এড়াতে বাড়তি সতর্কতার ব্যাপারে হুঁশিয়ার করেছেন বিরোধী দলনেতা-সহ বিজেপি বিধায়কেরা।

    এর পরেই এ দিনের বৈঠকে ভুয়ো ভোটারের নথি ধরতে প্রযুক্তির ব্যবহারের কথা বিস্তারিত জানাল কমিশন। জানা গিয়েছে, ভুয়ো ভোটার ধরার যে সফটওয়্যার ব্যবহার করবে EC, তাতে এ বার ফেসিয়াল রেকগনিশনের সুবিধাও। এ ছাড়া বার্থ ও ডেথ রেজিস্ট্রেশন চেক করার ফিচারও যুক্ত হয়েছে। থাকছে আধার অ্যাক্টিভেশন ও ডি-অ্যাক্টিভেশনের ডেটা চেক করার সুবিধাও।

    ভোটার মৃত হওয়া সত্ত্বেও তালিকায় যাতে নাম না থাকে তা নিয়ে সতর্ক কমিশন। ভুয়ো নথি বা তথ্য জমা দিয়ে যাতে কেউ নাম না তুলতে পারে তার জন্যই এই ব্যবস্থা। সে ক্ষেত্রে মিথ্যে জন্ম তারিখ, জাল নথি ব্যবহার করা হলে প্রযুক্তির মাধ্যমে তা সহজেই ধরা সম্ভব হবে।

    CEO সূত্রে খবর, শুক্রবার বিকেল পর্যন্ত ১ লক্ষ ২৬ হাজার ২৩৯ জন ভুয়ো ভোটার চিহ্নিতকরণ সম্ভব হয়েছে। মৃতের সংখ্যা পেরিয়ে গিয়েছে ২৩ লক্ষ। এ দিন ২৩ লক্ষ ৭১ হাজার ৩২৯ জন মৃত ভোটার চিহ্নিত। স্থানান্তরিত ভোটারের সংখ্যা ১৯ লাখ ৮ হাজার ২৩৩। অনুপস্থিত ১০ লক্ষ ১৫ হাজার ১২২ জন।

    শনিবারেও রয়েছে বড় বৈঠক। বেলা ১২টা থেকে রাজ্যের সমস্ত DEO, ERO ও রোল অবজ়ারভারকে নিয়ে ভিডিয়ো কনফারেন্সিং-এর মাধ্যমে বৈঠকে বসবেন রাজ্যের সিইও মনোজকুমার আগরওয়াল-সহ রাজ্যের সিইও দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা।

  • Link to this news (এই সময়)