• অবশেষে যৌনকর্মীদের জন্য বিশেষ ক্যাম্পের আয়োজন সোনাগাছিতে, তারিখ জানাল CEO দপ্তর
    এই সময় | ০৬ ডিসেম্বর ২০২৫
  • অবশেষে যৌনকর্মীদের জন্য এনিউমারেশন ফর্ম ফিলআপ সংক্রান্ত বিশেষ ক্যাম্পের আয়োজন করতে চলেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। আগামী ৯ ডিসেম্বর কলকাতার সোনাগাছির বিভিন্ন ওয়ার্ডে এনিউমারেশন ফর্ম সংক্রান্ত এই বিশেষ ক্যাম্পের আয়োজন করা হবে।

    এনিউমারেশন ফর্ম সংক্রান্ত সমস্যার কথা জানিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালকে চিঠি দিয়েছিলেন যৌনকর্মী এবং তাঁদের সন্তানদের জন্য কাজ করা তিনটি সংগঠন- ‘সোসাইটি অফ হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল অ্যাকশন’, ‘উষা মাল্টিপার্পাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড’ এবং ‘আমরা পদাতিক’। চিঠির প্রত্যুত্তরে রাজ্যের CEO দপ্তর যৌন কর্মীদের আশ্বস্ত করে জানিয়েছিল, হিয়ারিং-এর সময়ে যৌনকর্মীদের জন্য বিশেষ ক্যাম্পের ব্যবস্থা করা হবে।

    যৌনকর্মীরা তাতে আশ্বস্ত হলেও, তাঁদের জন্য কাজ করা তিনটি সংগঠন কমিশনে চিঠি দিয়ে জানিয়েছিল, এনিউমারেশন ফর্ম ফিলআপ করতে ভয় পাচ্ছেন অনেক যৌনকর্মী। এমনকী, আতঙ্কে তাঁরা যৌনপল্লি ছেড়ে চলে যাচ্ছেন। ফলে এনিউমারেশন ফর্ম সংক্রান্ত কোনও ক্যাম্পের উদ্যোগ যদি কমিশন নেয়, তা হলে যৌনকর্মীরা উপকৃত হতে পারেন বলে জানানো হয়েছিল কমিশনে। এর পরেই রাজ্যের সিইও জানিয়েছিলেন, ইতিমধ্যেই তিনি বিষয়টি সংশ্লিষ্ট জেলার ‘ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার’ (ডিইও) ও ‘ইলেকট্রোরাল রেজিস্ট্রেশন অফিসার’-দের সঙ্গেও কথা বলেছেন।

    শুক্রবার উত্তর কলকাতার DEO-র সঙ্গে এই বিষয়ে যোগাযোগ করা হলে, ‘এই সময় অনলাইন’-কে তিনি জানান, আগামী ৯ ডিসেম্বর কলকাতার সোনাগাছির বিভিন্ন ওয়ার্ডে এনিউমারেশন ফর্ম সংক্রান্ত এই বিশেষ ক্যাম্পের আয়োজন করা হবে। ১৬৬-শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সোনাগাছির বিভিন্ন ওয়ার্ডে পৌঁছে যাবেন কমিশনের আধিকারিকরা। সেখানে পৌঁছে এনিউমারেশন ফর্ম সংক্রান্ত যৌনকর্মীদের সমস্যার কথা শুনবেন তাঁরা এবং সহায়তা করবেন।

  • Link to this news (এই সময়)