• সহপাঠীকে স্কুলের মধ্যেই ছুরি দিয়ে কোপ!
    আজকাল | ০৬ ডিসেম্বর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: সামান্য চুইংগাম। তার জেরেই সহপাঠীকে স্কুলের মধ্যেই ছুরি দিয়ে কোপানোর অভিযোগ আরেক ছাত্রের বিরুদ্ধে। শুক্রবার ঘটনাটি ঘটেছে বনগাঁর নগেন্দ্রনাথ হাইস্কুলে। আহত ছাত্রের বাড়ি বনগাঁ থানার নিউ বাটা মোড় এলাকায়। তার পিঠে আঘাত লেগেছে বলে জানা যায়। নবম শ্রেণির ওই পড়ুয়া আপাতত বনগাঁ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনার পর অন্যান্য অভিভাবক ও ওই এলাকার বাসিন্দারা প্রশ্ন তুলেছেন কীভাবে স্কুলের মধ্যে ছুরি নিয়ে এক ছাত্র প্রবেশ করল! 

    আহত পড়ুয়ার অন্যান্য সহপাঠীদের অভিযোগ, পরীক্ষা চলাকালীন ওই ছাত্র তার এক সহপাঠীর ক্লাসে বসে চুইংগাম চিবানোর কথা শিক্ষককে বলে দেওয়ায় রাগে ওই ছাত্র ও তার এক বন্ধু মিলে এই ঘটনা ঘটিয়েছে। যদিও ঘটনা প্রসঙ্গে স্কুলের প্রধান শিক্ষক সংবাদ মাধ্যমকে জানান, "এটা স্কুলের বাইরের ঘটনা। স্কুল ছুটি হয়ে গিয়েছিল এবং আমি বারাসতে ডিআই অফিসে গিয়েছিলাম। শুনেছি বন্ধুদের মধ্যে একটা ঝামেলা হয়েছিল। সেটা মিটে গিয়েছে। মনে হয় না এটা তেমন কোনও বিষয়।" 

    জানা গিয়েছে, পরীক্ষা চলাকালীন ক্লাসে চুইংগাম চিবানোর কথা বলে দিলে অভিযুক্ত সহপাঠী তাকে বলে পরীক্ষা শেষ হলে সে দেখে নেবে। এরপর ওই পড়ুয়া ও তার এক বন্ধু যখন স্কুলের গেটের সামনে আসে তখন অভিযুক্ত ছাত্র ও তার এক বন্ধু প্রথমে ওই ছাত্রকে মারধর করে। এরপরেই অভিযুক্ত ছাত্র আচমকা তার সহপাঠীর পিঠে ছুরির কোপ বসিয়ে দেয়। 

    আহত ছাত্রের পরিবারের অভিযোগ, কোনও চিকিৎসা না করেই তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছিল। স্কুলের এক শিক্ষক এবিষয়ে জানিয়েছেন, শুক্রবার স্কুলে ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত পরীক্ষা চলছিল। পরীক্ষা হয়ে যাওয়ার পর পড়ুয়ারা বাড়ি চলে যায়। অল্প কয়েকজন শিক্ষক তখন স্কুলে ছিলেন। ঘটনাটি অনেকের কাছেই অজানা ছিল বলে ওই শিক্ষকের দাবি।
  • Link to this news (আজকাল)