• কয়েক কোটি টাকার 'উপহার' দিলেন মুখ্যমন্ত্রী!
    আজকাল | ০৬ ডিসেম্বর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: ডিসেম্বর মাসের ২ তারিখ থেকে তিন দিনের ঝটিকা সফরে মুর্শিদাবাদ জেলায় এসেছিলেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এবারের সফরে তাঁর কোনও প্রশাসনিক বৈঠক না থাকলেও নীরবে তিনি মুর্শিদাবাদ জেলাবাসীকে দিয়ে গেলেন কয়েক কোটি টাকার 'উপহার'। পাশাপাশি আগামী বছরের বিধানসভা নির্বাচনের দিকে লক্ষ্য রেখে দলের জেলা নেতৃত্বকে দিয়ে গিয়েছেন একাধিক গুরুত্বপূর্ণ উপদেশ এবং নির্দেশ।

    গত ২ ডিসেম্বর বিকালে কলকাতা থেকে হেলিকপ্টার করে বহরমপুরে এসে পৌঁছন মুখ্যমন্ত্রী।  ৩ ডিসেম্বর মালদা জেলার গাজোলে একটি রাজনৈতিক জনসভায় তিনি বক্তব্য রাখেন।  বৃহস্পতিবার বহরমপুর স্টেডিয়ামে তিনি একটি রাজনৈতিক সভায় বক্তব্য রাখেন। 

    সবদিক থেকেই এবার মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফর ছিল ঘটনা বহুল। তবে বহরমপুরের জনসভায় নেতাকর্মীদের বিপুল ভিড় দেখে মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদ জেলা তৃণমূল নেতৃত্বের প্রশংসা করেছেন বলেই তৃণমূল সুত্রের খবর। মুর্শিদাবাদ জেলায় এসে গতকাল নিজের প্রায় এক ঘন্টার বক্তৃতার শুরুতেই প্রায় সাড়ে চার হাজার কোটি টাকার 'উপহার' ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবারের  জনসভা থেকেই মুর্শিদাবাদের সাগরদিঘি তাপবিদ্যুৎ কেন্দ্রে ৪৫৬৭ কোটি টাকা ব্যয়ে একটি ৬৬০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সুপার ক্রিটিক্যাল পাওয়ার ইউনিটের সূচনার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এক লপ্তে মুর্শিদাবাদ জেলায় এই বিপুল বিনিয়োগ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রায় ২৬ হাজার নতুন কর্মসংস্থান তৈরি করবে বলে মুখ্যমন্ত্রী তাঁর ভাষণে জানিয়েছেন। মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন,  ৬৬০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন এই ইউনিটটি পশ্চিমবঙ্গের সব থেকে বড় বিদ্যুৎ ইউনিট হতে চলেছে। 

    রাজ্যের বিদ্যুৎ দপ্তরের প্রতিমন্ত্রী তথা রঘুনাথগঞ্জের বিধায়ক আখরুজ্জামান শুক্রবার বলেন, "প্রাথমিকভাবে আমাদের পরিকল্পনা ছিল মুখ্যমন্ত্রীর হাত দিয়ে অথবা ভার্চুয়ালি এই ইউনিটের উদ্বোধন করানো হবে। কিন্তু মুখ্যমন্ত্রী বৃহস্পতিবারই তাঁর ভাষণে ইউনিট শুরুর কথা ঘোষণা করেছেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী ১০ ডিসেম্বর থেকে এই ইউনিটটি আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ উৎপাদন করা শুরু করবে।" আখরুজ্জামান শুক্রবার আরও বলেন,"পশ্চিমবঙ্গে এখন বিদ্যুৎ উদ্বৃত্ত রয়েছে। রাজ্যের মানুষের চাহিদা পূরণ করে এই ইউনিট থেকে যে বিদ্যুৎ উৎপাদন হবে তা বিদ্যুৎ দপ্তর বিক্রিও করতে পারবে।" তৃণমূল কংগ্রেসের বহরমপুর-মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সভাপতি অপূর্ব সরকার বলেন," জনসভা শেষে অল্প কিছুক্ষণ মুখ্যমন্ত্রী আমাদের সকলের সঙ্গে কথা বলেছেন। সেখানে তিনি জনসভা নিয়ে নিজের সন্তুষ্টি প্রকাশ করেছেন। এর পাশাপাশি সকলকে মন দিয়ে সংগঠন করতে এবং দলকে ভোটের আগে আরও বেশি মজবুত করার জন্য নির্দেশ দিয়ে গিয়েছেন।" বহরমপুর পুরসভার চেয়ারম্যান নাড়ুগোপাল মুখার্জি জানান, "মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জেলা সফরে বহরমপুরবাসীর জন্যও সুখবর দিয়ে গিয়েছেন। তিনি নির্দেশ দিয়েছেন বহরমপুরে একটি শিশুদের জন্য পার্ক তৈরি করার।" পুর চেয়ারম্যান বলেন, "ইতিমধ্যেই পার্ক তৈরির জন্য ১০ লক্ষ টাকা বরাদ্দ করে দিয়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী। জেলাশাসক এবং আমাকে নির্দেশ দিয়েছেন দ্রুত ওই পার্ক তৈরির কাজ শুরু করার জন্য।" সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়ার পরই বহরমপুর পুরসভার তরফ থেকে প্রস্তাবিত ওই পার্কের জন্য জায়গা দেখার কাজ শুরু হয়েছে। পুরসভার সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই তাঁরা দু'টি জায়গা চিহ্নিত করেছেন। পুরসভার চেয়ারম্যান এবং জেলাশাসক দু'জনে একসঙ্গে জায়গাগুলো পরিদর্শন করার পর কোথায় নতুন ওই পার্ক তৈরি হবে তা স্থির হবে।
  • Link to this news (আজকাল)