• মৃত বিএলও-দের আর্থিক সাহায্য করবে কমিশন!
    আজকাল | ০৬ ডিসেম্বর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: আজ সন্ধ্যে ছটা পর্যন্ত রাজ্যে অযোগ্য ভোটার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৪,৫৯,৫৪১ লক্ষ। যাদের মধ্যে মৃত ভোটার সংখ্যা ২৩,৭১,২৩৯ লক্ষ।

    রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক দপ্তর জানিয়েছে, রাজ্যে বিএলওদের কাজ শেষ হয়ে গেলে যার যার নিজের বুথে একটি মিনিটস্ স্বাক্ষর করে জমা দিতে হবে। সেখানে বিএলওদেরও স্বাক্ষর করতে হবে বাধ্যতামূলক। না হলে সেই বুঝে কর্মরত বিএলও আধিকারিক ওই বিএলএ- এর বিরুদ্ধে রিপোর্ট লিখে জমা দেবে। পরবর্তীতে নির্বাচন কমিশন যথাযথ ব্যবস্থা নেবে। এভাবে কাজ সম্পূর্ণ করতে হবে। আগামী ১১ই ডিসেম্বর তারিখের মধ্যে।

    রাজ্যে এবার নতুন করে যুগ্ম-সিইও নিযুক্ত করা হচ্ছে। বন্দনা পোখরিওয়াল এবং দিব্যা মুরুগেসেন।

    যেকোনও বুথে বিএলও অসুস্থ হলে নতুন করে বিএলও নিযুক্ত করতে হবে। সেক্ষেত্রে তাদের কোনও পরিবারের ব্যক্তিকে দিয়ে কাজ করানো সম্পূর্ণ আইন বিরুদ্ধ। তাতে নির্বাচন কমিশনের নির্দেশ লংঘন করা ধরে নেওয়া হবে এবং কঠিন সাজা পর্যন্ত হতে পারে। 

    এখনও পর্যন্ত আনুমানিক ৫.৫ লক্ষ ডিজিটালী তালিকাভুক্ত হতে বাকি রয়েছে বলে নির্বাচন দপ্তর সূত্রে খবর। তবে সিংহভাগ কাজই সম্পূর্ণ হয়ে গিয়েছে। 

    নির্বাচন কমিশন আরও জানিয়েছে, "যে সমস্ত ব্যক্তিরা অসুস্থ বা মৃত হয়েছেন নির্বাচন কমিশনের কাজ করতে গিয়ে তাঁদেরকে অবশ্যই ক্ষতিপূরণ দেওয়া হবে। সেটা মোটা অংকের ক্ষতিপূরণ।"

    উল্লেখযোগ্য বিষয়, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানিয়েছেন, বিশেষ নিবিড় সংশোধন আশানুরূপ হয়েছে অর্থাৎ পশ্চিমবঙ্গে 'এসআইআর' সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে হয়েছে। এমনকী নির্বাচনও শান্তিপূর্ণভাবে হবে। কোনওরকম কোনও অশান্তি হবে না। অশান্তি রুখতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
  • Link to this news (আজকাল)