• দু’দিন শিয়ালদহ শাখায় বাতিল থাকবে বেশ কিছু ট্রেন
    আজকাল | ০৬ ডিসেম্বর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: শিয়ালদহ স্টেশন থেকে বিধাননগর স্টেশনের মাঝে ট্রাফিক এবং পাওয়ার ব্লকের কাজ করা হবে। তাই আগামী ৮ এবং ৯ ডিসেম্বর বেশ কিছু ট্রেন বাতিল করেছে পূর্ব রেল। বেশ কিছু ট্রেনের যাত্রাপথও পরিবর্তন করা হয়েছে। শুক্রবার এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রেল কর্তৃপক্ষ।

    বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৮ ডিসেম্বর, সোমবার রাত পৌনে ১২টা থেকে ৯ ডিসেম্বর, মঙ্গবার ভোর সাড়ে ৩টে পর্যন্ত মোট ২২৫ মিনিটের রক্ষণাবেক্ষণের কাজ করা হবে। শিয়ালদহ এবং বিধান নগর রোড স্টেশনের মধ্যে ০১ নম্বর ব্রিজের ৫ নম্বর লাইনে এই কাজ চলবে। ওই সময় ট্রেন চলাচল এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে। 

    যে সকল ট্রেন বাতিল করা হয়েছে-

    ৩১৪৪৭ শিয়ালদহ-নৈহাটি লোকাল

    ৩১৪৫০ নৈহাটি-শিয়ালদহ লোকাল

    যে সকল ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত বা পরিবর্তিত করা হয়েছে-

    ৩১৫৪২ শান্তিপুর–শিয়ালদহ লোকাল ৮ ডিসেম্বর ব্যারাকপুর পর্যন্ত চলবে। 

    ৩১৫১১ শিয়ালদহ–শান্তিপুর লোকাল ৯ ডিসেম্বর ব্যারাকপুর থেকে যাত্রা শুরু করবে।

    ৩৩৮৫৮ বনগাঁ–শিয়ালদহ লোকাল ৮ ডিসেম্বর দমদম ক্যান্টনমেন্ট স্টেশন পর্যন্ত চলবে।

    ৩৩৮১৫ শিয়ালদহ–বনগাঁ লোকাল ৯ ডিসেম্বর তারিখে দমদম ক্যান্টনমেন্ট থেকে চলাচল করবে।

    যে সব ট্রেনের সময় পরিবর্তন করা হয়েছে-

    ৫৩১৭১ শিয়ালদহ–লালগোলা প্যাসেঞ্জার ৯ ডিসেম্বর ভোর পৌনে ৪টার পরিবর্তে সওয়া ৪টের সময় শিয়ালদহ থেকে ছাড়বে।
  • Link to this news (আজকাল)