• তৃণমূল বুথ সভাপতিকে পিটিয়ে খুন!
    আজকাল | ০৬ ডিসেম্বর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: বীরভূমের নানুর থানার অন্তর্গত পাতিসারা গ্রামে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। অভিযোগ, তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি রাসবিহারী সর্দারকে পিটিয়ে খুন করা হয়েছে। কী কারণে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটল, তা এখনও স্পষ্ট নয়।

    ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরও তিনজন। তাঁদের দ্রুত উদ্ধার করে ভর্তি করা হয়েছে মঙ্গলকোট মহকুমা হাসপাতালে। নিহত রাসবিহারী সর্দারের দেহও ময়নাতদন্তের জন্য একই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত বুথ সভাপতি কাজল শেখ–অনুগামী হিসেবে পরিচিত ছিলেন। কোন অভ্যন্তরীণ বিবাদ বা ব্যক্তিগত শত্রুতা এই রক্তপাতের কারণ- সেই দিকেই এখন তদন্তকারীদের নজর। ইতিমধ্যেই নানুর নানুর থানায় এলাকার বিরাট পুলিশ বাহিনী।
  • Link to this news (আজকাল)