• বিয়ের বয়স না হলেও লিভ-ইনে থাকতে পারেন সাবালকরা: রাজস্থান হাইকোর্ট
    বর্তমান | ০৬ ডিসেম্বর ২০২৫
  • জয়পুর: বিয়ের বয়স না হলেও দু’জন সাবালকের লিভ-ইন সম্পর্কে থাকতে আইনি বাধা নেই। শুক্রবার একটি মামলায় এমনই রায় দিল রাজস্থান হাইকোর্ট। লিভ-ইনে থাকার কারণে খুনের হুমকি দেওয়া হচ্ছে, এই অভিযোগে নিরাপত্তার দাবি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল কোটার বাসিন্দা ১৯ বছরের এক যুবক ও ১৮ বছরের যুবতী। সেই মামলায় যুগলের পক্ষেই রায় দিলেন বিচারপতি অনুপ ধান্দ। আদালতে ওই যুগল জানিয়েছিল, ২৭ অক্টোবর ২০২৫ থেকে তারা স্বেচ্ছায় লিভ-ইন সম্পর্কে রয়েছেন। যুবতীর পরিবার তা মেনে নেয়নি, এবং যুগলকে খুনের হুমকি দেয়। পুলিশের কাছে অভিযোগ দায়ের করলেও কোনও সুরাহা মেলেনি।  পালটা সরকারি আইনজীবী দাবি করেন, যেহেতু আইনসম্মতভাবে যুবকের বিয়ের বয়স (২১) হয়নি। তাই তারা লিভ-ইন সম্পর্কে থাকতে পারেন না। সেই দাবি খারিজ করে আদালত জানিয়েছে, সংবিধানের ২১ নম্বর ধারা অনুযায়ী কোনও ব্যক্তির বিয়ের বয়স হয়নি বলে তাঁর ব্যক্তিগত স্বাধীনতা খর্ব করা যায় না।  বিচারপতি অনুপ ধান্দের পর্যবেক্ষণ, ‘প্রতি ব্যক্তির স্বাধীনতা ও জীবন রক্ষার ক্ষেত্রে রাজ্যের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।’ 
  • Link to this news (বর্তমান)