নয়াদিল্লি: দিল্লি বিস্ফোরণের পরেই শিরোনামে উঠে এসেছে জঙ্গি সংগঠন জয়েশ-ই-মহম্মদের মহিলা শাখা জামাত-উল-মুমিনাত। এবার জানা গেল, ইতিমধ্যে এই মহিলা ব্রিগেডে প্রায় ৫ হাজার সদস্য যোগ দিয়েছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়া পোস্টে একথা জানিয়েছে জয়েশ প্রধান মাসুদ আজহার। গোয়েন্দা সূত্রে খবর, এখন মহিলা সদস্যদের মগজধোলাইয়ের কাজ চলছে। তাদের মাথায় মৌলবাদের বিষ ছড়ানোর কাজ চলছে। এরপর হবে জঙ্গি ট্রেনিং। এসব শেষ হলে বিভিন্ন জায়গায় ফিদায়েঁ কার্যকলাপে অংশ নেবে এই মহিলা ব্রিগেড। সোশ্যাল মিডিয়া পোস্টে তারই ইঙ্গিত দিয়েছে জয়েশ প্রধান। মাসুদ বলেছে, পাক অধিকৃত কাশ্মীরের প্রত্যেক জেলায় জামাতের দপ্তর খুলতে হবে। এখানেই চলবে প্রশিক্ষণ। আবার নতুন সদস্য সংগ্রহের কাজও হবে। জানা গিয়েছে, ‘জন্নত’-এর লোভ দেখিয়ে মহিলাদের দলে টানছে মাসুদ। দিল্লি বিস্ফোরণের ক্ষত এখনও টাটকা। এই আবহে আজহার বাহিনীর নয়া কার্যকলাপের দিকে নজর রাখছেন গোয়েন্দারা।