• আজ বাবাসাহেব আম্বেদকরের প্রয়াণবার্ষিকী, শ্রদ্ধা কেন্দ্রীয় মন্ত্রীর
    বর্তমান | ০৬ ডিসেম্বর ২০২৫
  • নয়াদিল্লি: আজ, শনিবার ভারতীয় সংবিধানের স্থপতি বাবাসাহেব ভীমরাও আম্বেদকরের ৭০তম প্রয়াণবার্ষিকী। যথাযথ মর্যাদায় দিনটি পালন করবে কেন্দ্রীয় সরকার। তাঁকে শ্রদ্ধা জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল বলেছেন, বাবাসাহেবের উদ্যোগে গৃহীত বিভিন্ন প্রগতিশীল পদক্ষেপ আধুনিক মানব সভ্যতাকে পথ দেখিয়েছে। আইনজীবী, অর্থনীতিবিদ, দার্শনিক, সমাজ সংস্কারক এবং সর্বোপরি রাষ্ট্র নির্মাতা হিসেবে তিনি আধুনিক ভারতের ভিত গড়ে তুলতে নিরলস উদ্যোগ গ্রহণ করেছেন। তিনি শুধুমাত্র সংবিধানের খসড়াই তৈরি করেননি, অন্তর্ভুক্তিমূলক ও শক্তিশালী রাষ্ট্র গঠনের পরিকল্পনাও রচনা করেছেন। এমন এক রাষ্ট্র যেখানে প্রত্যেক দেশবাসী মর্যাদার সঙ্গে বসবাস করবেন, তাঁরা সব ধরনের সুযোগ সুবিধাও ভোগ করবেন— এই মৌলিক মূল্যবোধগুলিতে অনুপ্রাণিত হয়ে মোদি সরকার জনকল্যাণ ও সু-প্রশাসনের জন্য অসংখ্য উদ্যোগ গ্রহণ করেছে।
  • Link to this news (বর্তমান)