নয়াদিল্লি: ইন্ডিগোর পরপর বিমান বাতিল হওয়ায় বিপাকে যাত্রীরা। এই অবস্থায় শুক্রবার ৩৭টি ট্রেনে ১১৬টি বাড়তি কোচ দিল ভারতীয় রেল। বিভিন্ন জোনে এই পরিষেবা দেওয়া হয়েছে। সব মিলিয়ে ১১৪টি বর্ধিত ট্রিপের ব্যবস্থা করা হয়েছে। রেল আধিকারিকরা জানিয়েছেন, এর মাধ্যমে প্রত্যেক ট্রিপে ৪ হাজার যাত্রী যাতায়াতের সুযোগ পাবেন। এদিকে যাত্রীদের সুবিধার্থে পাঁচটি স্পেশাল ট্রেন চালানোর পরিকল্পনা নিয়েছে উত্তর রেল। জানা গিয়েছে, রুটের প্রয়োজন অনুযায়ী স্লিপার, এসি, চেয়ার কার সহ বিভিন্ন ধরনের কোচ দিয়েছে রেল কর্তৃপক্ষ। একইসঙ্গে আরও ৩০টি স্পেশাল ট্রেন চালু নিয়ে চিন্তাভাবনা চলছে। প্রত্যেক ট্রেনে ১৮টি কোচ থাকবে। সেক্ষেত্রে প্রত্যেক ট্রিপে ৩০ হাজার ৭৮০ যাত্রী ট্রেনে সফর করতে পারবেন। রেলের অনুমান, বিশেষ পরিষেবার কারণে এই পর্বে প্রায় ২৬ লক্ষ যাত্রী উপকৃত হবেন।