দু’দিন অকেজো, অবশেষে চালু শহরের বাতাসের দূষণ মাপার যন্ত্র
বর্তমান | ০৬ ডিসেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বুধ ও বৃহস্পতিবার বন্ধ ছিল ভিক্টোরিয়া মেমোরিয়াল চত্বরে থাকা বাতাসে দূষণের সূচক (একিউআই) পরিমাপের যন্ত্র। অবশেষে শুক্রবার যন্ত্র সচল হয়েছে বলে জানা গিয়েছে। শুক্রবার কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তথ্য অনুযায়ী, ভিক্টোরিয়া মেমোরিয়াল এলাকায় একিউআই ছিল ২৮৪। যা মানব শরীরের জন্য অস্বাস্থ্যকর। পাশাপাশি বৃহস্পতিবার ফোর্ট উইলিয়ামের যন্ত্রটি ছিল বন্ধ। শুক্রবার সেটিও কাজ করেছে বলে জানা গিয়েছে। শুক্রবার ফোর্ট উইলিয়াম চত্বরের একিউআই ছিল ২৩৮।
পরিবেশকর্মী নব দত্তর অভিযোগ, ‘আসলে গণনা কেন্দ্রগুলিকে বন্ধ করে শহরের প্রকৃত একিউআই সামনে নিয়ে আসা হচ্ছে না। শহরে পর্যাপ্ত পরিমাণ যন্ত্রও নেই।’ কলকাতায় সাতটি একিউআই মাপার যন্ত্র রয়েছে। তার মধ্যে বুধবার দু’টি অর্থাত্ ফোর্ট উইলিয়াম ও ভিক্টোরিয়ারটি কাজ করেনি। পরের দিন, বৃহস্পতিবারও ভিক্টোরিয়া স্টেশনটি কাজ করেনি। অবশেষে শুক্রবার সাতটি কর্মক্ষম ছিল। এদিন কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের দেওয়া তথ্য অনুযায়ী, কলকাতার গড় একিউআই ১৯৬। পরিবেশবিদদের মতে, দু’দিন শহরের দু’টি গণনাকেন্দ্র বন্ধ থাকার কারণে এখনও প্রকৃত একিউআই পাওয়া যাচ্ছে না। প্রসঙ্গত গত সোম ও মঙ্গল ভিক্টোরিয়ায় একিউআই ৩০০ পেরিয়ে গিয়েছিল। অভিযোগ, যে এলাকার বাতাস সবথেকে দূষিত থাকে, সেখানেই যন্ত্র বিকল থাকলে প্রকৃত একিউআই আসবে কীভাবে? প্রতিদিন বিকেল চারটের সময় কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ যে তথ্যপ্রকাশ করে তা গত ২৪ ঘণ্টার গড়। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের এক আধিকারিক বলেন, এই গণনা কেন্দ্রগুলি সবটাই রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ দ্বারা পরিচালিত।