• আজ মেয়ো রোডে তৃণমূলের সংহতি দিবস
    বর্তমান | ০৬ ডিসেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ, শনিবার ধর্মতলা সংলগ্ন মেয়ো রোডে সংহতি দিবস পালন করবে তৃণমূল। তুলে ধরা হবে সম্প্রীতির বার্তা। সভামঞ্চে থাকবেন সমাজের সব ধর্ম-সম্প্রদায়ের বিশিষ্ট মানুষজন। তৃণমূলের তরফে বার্তা দেওয়া হবে, বাংলা হল মিলন ক্ষেত্র। এখানে সব ধর্ম-বর্ণ-সম্প্রদায়ের সহাবস্থান। এদিনের মূল অনুষ্ঠান আয়োজনের দায়িত্বে রয়েছে তৃণমূলের ছাত্র ও যুব শাখা। সহযোগিতা করবে সংখ্যালঘু, শ্রমিক, মহিলা সহ অন্যান্য শাখা সংগঠনগুলি। সভায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসতে পারেন। তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে, বিজেপি বাংলায় শান্তি-সম্প্রীতির পরিবেশকে বিনষ্ট করার চেষ্টা করছে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে শান্তি বিঘ্নিত করার এমন চেষ্টা বিজেপি আরও করবে, সেই আশঙ্কা রয়েছে। তাই বিজেপির বিরুদ্ধে একযোগে লড়াইয়ের শপথ নেওয়া হবে সংহতি দিবসের কর্মসূচি থেকে।
  • Link to this news (বর্তমান)