বাবা-মা ভারতীয়? সম্পত্তির দাবি জানালেন বাংলাদেশি এক যুবতী
বর্তমান | ০৬ ডিসেম্বর ২০২৫
সংবাদদাতা, হাসনাবাদ: প্রথমে ভারতীয় দম্পতির পরিচয় ব্যবহার করে বাবা- মা সাজিয়ে নথি তৈরি। তার কিছুদিন পর তাঁদের সম্পত্তিও দাবি করেন বাংলাদেশি যুবতী। ভয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন গৃহকর্ত্রী। ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে হাসনাবাদে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েক বছর আগে বাংলাদেশ থেকে ভারতে ঢুকেছিলেন এক তরুণী। নাম জান্নাতুল মণ্ডল। হাসনাবাদের শিমুলিয়ায় এক নিঃসন্তান দম্পতির বাড়িতে থাকতে শুরু করেন তিনি। ওই দম্পতির নাম পরিচয় ব্যবহার করে, তাঁদের বাবা-মা দাবি করে ভারতীয় ভোটার, আধার কার্ড সহ বিভিন্ন নথি তৈরি করেন। এমনকি সরকারি খাদ্য সুরক্ষার কার্ড তৈরি ছাড়াও লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন জান্নাতুল। স্থানীয় যুবক আফসার মণ্ডলকে বিয়েও করে সংসার পেতেছেন।
কিছুদিন পর বৃদ্ধ দম্পতির সম্পত্তি দাবি করেন ‘বাংলাদেশি’ তরুণী। তা নিয়ে কয়েক বছর আগে ঝামেলাও বাধে। স্থানীয় স্তরে আলোচনায় তা মিটিয়ে দেওয়া হয়। ইতিমধ্যে গৃহকর্তা মারা যান। তারপর থেকে গৃহকর্ত্রী রহিমা সর্দার আশঙ্কায় ভুগছেন। ভয়ে তিনি প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। রহিমা সর্দার বলেন, আমার কোনও সন্তান নেই। কীভাবে আমার কাগজ নিয়ে ভোটার তালিকায় নাম তুলল, তা আমার জানা নেই। বেশ কিছুদিন আগে আমার সম্পত্তি হাতানোর চেষ্টা করেছিল। এরপর থেকেই আমার সঙ্গে আর কোনও সম্পর্ক নেই। আমি সরকারি আধিকারিকদের জানাব, যাতে ওর কাগজপত্র থেকে আমার নাম বাদ দেওয়া হয়। তবে এই বিষয়ে জান্নাতুল কোনও মন্তব্য করতে চাননি। হাসনাবাদ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি এসকেন্দার গাজি বলেন, বিষয়টা শুনেছি ইলেকশন কমিশন তদন্ত করে দেখুক। যদি বাংলাদেশি নাগরিক হয়, তাহলে ভারতীয় সব কাগজপত্র বাতিল করুক।