• পাশের গ্রামের বাসিন্দাকে বাবা সাজিয়ে ভোটার তালিকায় নাম, অভিযুক্ত জেলা পরিষদ সদস্য
    বর্তমান | ০৬ ডিসেম্বর ২০২৫
  • সংবাদদাতা, কাকদ্বীপ ও বনগাঁ: পাশের গ্রামের বাসিন্দাকে বাবা সাজিয়ে ভোটার তালিকায় নাম তোলার অভিযোগ উঠল জেলা পরিষদের এক সদস্যের বিরুদ্ধে। এ বিষয়ে কাকদ্বীপের মহকুমা শাসক ও বিডিওর কাছে অভিযোগ দায়ের হয়েছে। প্রশাসন অভিযোগ খতিয়ে দেখছে। জানা গিয়েছে, কাকদ্বীপের প্রতাপাদিত্যনগর গ্রাম পঞ্চায়েতের পূর্ব গোবিন্দপুরের ৮৪ নম্বর বুথের বাসিন্দা বাসুদেব দাস। তাঁর অভিযোগ, বর্তমানে পশ্চিম গোবিন্দপুরের ৮৫ নম্বর বুথের বাসিন্দা তথা তৃণমূলের জেলা পরিষদ সদস্য সঞ্চয় দাস আদতে একজন বাংলাদেশি। এই সঞ্চয় তাঁকে বাবা সাজিয়ে ভোটার তালিকায় নাম তুলেছেন। ২০০২ সালের আগে এই কাজ করা হয়েছে। 

    বাসুদেব দাস বলেন, ‘২০২৫ সালের এসআইআর শুরু হতেই জানতে পারি, পাশের গ্রামের বাসিন্দা সঞ্চয় দাস আমাকে বাবা সাজিয়ে ভোটার তালিকায় নাম তুলেছেন। এক্ষেত্রে আমার ভোটার কার্ড ব্যবহার করা হয়েছে। বিষয়টি কাকদ্বীপের মহকুমা শাসক ও বিডিওকে লিখিতভাবে জানানো হয়েছে।’ এ বিষয়ে জেলা পরিষদের সদস্য সঞ্চয় দাস বলেন, ‘যিনি অভিযোগ করেছেন, তাঁকে আমি চিনি না। এই অভিযোগের কোনও ভিত্তি নেই। এটা একটা রাজনৈতিক চক্রান্ত। আমার বাবার নামও বাসুদেব দাস।’ কাকদ্বীপের মহকুমা শাসক প্রীতম সাহা বলেন, ‘এরকম বেশ কিছু অভিযোগ পেয়েছি। খতিয়ে দেখা হবে।’

    অন্যদিকে, বনগাঁ দক্ষিণ বিধানসভার ১৯১ নম্বর পার্টের বাসিন্দা রবীন্দ্রনাথ বিশ্বাসের তিন পুত্র। কিন্তু ইনিউমারেশন ফর্ম আসতেই চক্ষু চড়কগাছ রবীন্দ্রনাথ বাবুর। তিনি জানতে পারেন, তাঁর আরও দুই পুত্র সন্তান আছে। তিনি সেই ফর্ম নিতে অস্বীকার করেন। জানতে পারেন, তাঁর নাম ভাঁড়িয়ে দুই যুবক ভোটার তালিকায় নাম তুলেছে। অভিযুক্তদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন তিনি। 

    গাইঘাটা ব্লকের ঝিকরার বাসিন্দা রবীন্দ্রনাথ বাবুর তিন সন্তান অয়ন বিশ্বাস, নয়ন বিশ্বাস এবং সায়ন বিশ্বাস। অভিযোগ, রাজু বিশ্বাস ও বিশু বিশ্বাস রবীন্দ্রনাথ বিশ্বাসকে বাবা সাজিয়ে ভোটার তালিকায় নাম তুলেছে। ইতিমধ্যে তাঁরা অনলাইনে এসআইআর ফর্ম ফিলাপ করেছে বলেও জানা গিয়েছে। যদিও স্থানীয়দের দাবি, এই নামে এলাকায় কেউ নেই। বিষয়টি জানিয়ে গাইঘাটার বিডিও-র কাছে অভিযোগ দায়ের করেছেন রবীন্দ্রনাথ বিশ্বাস। 
  • Link to this news (বর্তমান)