• কনস্টেবল নিয়োগ পরীক্ষা: কলকাতা পুলিশের হোমগার্ডদের বয়সে ছাড়ের আর্জি নগরপালকে
    বর্তমান | ০৬ ডিসেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সংরক্ষণ রয়েছে। নেই বয়সসীমায় ছাড়। তাই কনস্টেবল নিয়োগ পরীক্ষায় বসার সুযোগ পাচ্ছেন না কলকাতা পুলিশের বেশিরভাগ হোমগার্ড। কারণ অধিকাংশ হোমগার্ডেরই বয়স ৩৫-এর কাছাকাছি। অথচ রাজ্য পুলিশে কর্মরত হোমগার্ডদের এক্ষেত্রে কোনও অসুবিধা হচ্ছে না। এই সমস্যার কথা জানিয়ে কলকাতা পুলিশের ওয়েলফেয়ার কমিটির তরফে কমিশনার মনোজ ভার্মার কাছে চিঠি গেল। ভবিষ্যতে কলকাতা পুলিশে কনস্টেবল পদে নিয়োগের ক্ষেত্রে এই বিষয়টি স্পষ্ট করে দেওয়ার কথা বলা হয়েছে।

    ২০০০ সালে কলকাতা পুলিশে কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাক্তন সেনাদের মতোই কলকাতায় কর্মরত হোমগার্ডরা বয়সের ছাড় পাবেন। তাঁরা আবেদন করতে পারবেন বয়স ৪০ বছর হওয়া পর্যন্ত। হোমগার্ডদের জন্য আলাদা সিট সংরক্ষণ করা হয়। কলকাতা পুলিশে কনস্টেবল নিয়োগের নির্দেশিকায় হোমগার্ডদের জন্য সংরক্ষণের কথা বলা হয় ২০২৪ সালেও। কিন্তু বয়সসীমা ছাড়ের বিষয়টির উল্লেখ ছিল না তাতে। এই কারণে কলকাতা পুলিশে কর্মরত হোমগার্ডদের একটা বড়ো অংশই আবেদন করতে পারেননি। অথচ সিভিকরা পরীক্ষা দিয়েছিলেন। কারণ, নিয়োগ পরীক্ষায় তাঁদের বয়স ছাড়ের উল্লেখ ছিল। 

    প্রসঙ্গত, ২০২২ সালের সেপ্টম্বরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, কনস্টেবল পদে নিয়োগের জন্য সিভিক ও হোমগার্ডদের বয়সের  ছাড় দেওয়া হল। সেখানে উল্লেখ করা হয়, ৩৫ বছর বয়স পর্যন্ত তাঁরা আবেদন করতে পারবেন। রাজ্য পুলিশের কনস্টেবল পদের নিয়োগ পরীক্ষায় বয়স ছাড়ের উল্লেখ থাকায় তাঁরা যখারীতি পরীক্ষায় বসেন। বিষয়টি নজরে আসার পরই কলকাতা পুলিশের ওয়েলফেয়ার কমিটি উদ্যোগী হয়েছে। সংগঠনের তরফে কয়েকদিন আগেই চিঠি দিয়ে কমিশনারের কাছে আর্জি জানানো হয়েছে, বয়স ছাড়ের বিষয়টি যেন উল্লেখ করা হয়। ২০২৪ সালের নির্দেশিকা সংশোধন করে হোমগার্ডদের বয়সসীমার বিষয়টি উল্লেখ করার দাবি জানানো হয়েছে। চিঠি পেয়েই লালবাজারের কর্তারা এই সংশোধনী আনতে উদ্যোগী হয়েছেন।
  • Link to this news (বর্তমান)