নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: অরুণাচল প্রদেশের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট কাঙটো জয় করল ইস্টার্ন কমান্ডের ভারতীয় সেনা জওয়ানদের একটি দল। শৃঙ্গটির উচ্চতা ৭,০৪২ মিটার বা ২৩ হাজার ১০৩ ফুট। শুক্রবার সন্ধ্যায় সেনার পক্ষ থেকে জানানো হয়েছে, এই প্রথম মাউন্ট কাঙটো শৃঙ্গ জয় করলেন সেনার অভিযাত্রীরা। তাই এক্ষেত্রে ইস্টার্ন কমান্ডের জওয়ানরা নয়া ইতিহাস গড়লেন, বলা যায়। রীতিমতো চ্যালেঞ্জিং দক্ষিণ দিকের রুট ধরে এই সাফল্য এসেছে। সেনার দলটিকে আনুষ্ঠানিকভাবে ‘ফ্ল্যাগ ইন’ করেছেন ভারতীয় সেনা বাহিনীর পূর্বাঞ্চলীয় সেনা প্রধান লেফটেন্যান্ট জেনারেল রামচন্দ্রর তিওয়ারি। তিনি পর্বতারোহীদের অসাধারণ সাহস, পেশাদারিত্ব এবং অধ্যবসায়ের প্রশংসা করেছেন।
গত ৩ নভেম্বর গজরাজ কোরের জেনারেল অফিসার কমান্ডিং ফরোয়ার্ড বেস থেকে ‘ফ্ল্যাগ অফ’ করেছিলেন। ১৮ সদস্যের দলটি দুর্গম হিমালয়ান ভূখণ্ড পেরিয়ে কঠিন অভিযান শুরু করে। অত্যন্ত কম বায়ুচাপ, কঠিন হিমশীতল পরিবেশ, বরফাচ্ছন্ন রিজলাইন, গভীর হিমবাহ ফাটল, বরফের দেওয়ালের সমস্ত বাধা পেরিয়ে তাঁরা প্রত্যেকে সফল হয়েছেন। এই সাফল্যের পর সেনার পক্ষ থেকে জানানো হয়েছে, ‘ভারতীয় সেনা বাহিনীর কাছে অসম্ভব বলে কিছু নেই।’ নিজস্ব চিত্র