• কলকাতায় ‘ট্রি অ্যাম্বুলেন্স’, গাছের পরিচর্যায় অভিনব উদ্যোগ পুরসভার
    বর্তমান | ০৬ ডিসেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এবার গাছের জন্য অ্যাম্বুলেন্স! অবাক শুনতে লাগলেও ঘটনাটি সত্যি। এই অভিনব উদ্যোগ নিয়েছে কলকাতা পুরসভা। শুক্রবার ‘ট্রি অ্যাম্বুলেন্স’ চালু করেন পুরসভার উদ্যান বিভাগের মেয়র পারিষদ ও রাসবিহারী কেন্দ্রের বিধায়ক দেবাশিস কুমার। গাছের পরিচর্যায় এই অ্যাম্বুলেন্স কাজ করবে। 

    এই উদ্যোগ সফল হলে আগামী দিনে আরও কয়েকটি অ্যাম্বুলেন্স চালু করা হবে বলে জানান বিধায়ক। জানা গিয়েছে, বিধায়ক তহবিলের ১২ লক্ষ টাকা এর জন্য দেন দেবাশিসবাবু। সে অর্থ খরচ করে অ্যাম্বুলেন্সটি বানানো হয়েছে। তাঁর দাবি, এই ধরনের অ্যাম্বুলেন্স ভারতে মাত্র তিনটি আছে। পূর্ব ভারতে একমাত্র কলকাতায় চালু করা হল। এদিন নজরুল মঞ্চের সামনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এটি চালু করা হয়। কী কাজ করবে এই ট্রি অ্যাম্বুলেন্স? মানুষের জন্য তৈরি একটি অ্যাম্বুলেন্সে যেমন প্রাথমিক চিকিৎসার জন্য প্রয়োজনীয় উপকরণ থাকে তেমনই গাছের পরিচর্যার জন্য প্রয়োজনীয় সমস্ত সামগ্রী থাকবে ট্রি অ্যাম্বুলেন্সে। থাকবেন উদ্ভিদবিদ, গাছ কাটার জন্য পুরকর্মীরা। দেবাশিসবাবু জানান, শহরে কোথাও গাছ ভেঙে পড়লে ছুটে যাবে এই গাড়ি। গাছ কেটে সরানোর কাজে সহযোগিতা করবে। পাশাপাশি গাছের চিকিৎসার কাজেও ব্যবহার হবে। শহরের কোথাও কোনও গাছ হেলে থাকলে তা সোজা করতে কি পদক্ষেপ করা উচিত বা কোনও মৃতপ্রায় গাছ বাঁচাতে কি করতে হবে, এই সব কাজ করবে ট্রি অ্যাম্বুলেন্স। এতে থাকবে গাছের পরিচর্যার প্রয়োজনীয় যন্ত্রপাতি, দেওয়ার জন্য সার। গাছের গোড়ায় মাটি দেওয়া হোক কিংবা প্রয়োজনীয় সার দেওয়ার প্রয়োজন পড়লে খবর পেলেই ছুটে যাবে এই অ্যাম্বুলেন্স। 

    ইতিমধ্যেই শহরে শতাধিক ‘রোগগ্রস্ত’ গাছ চিহ্নিত করেছে পুরসভা। এই ট্রি অ্যাম্বুলেন্স সেই সমস্ত গাছের ‘রোগ’ সারাতে নামানো হবে বলে জানিয়েছে পুরসভা। নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)