• ‘SIR’-সভায় কেষ্ট-মন্তব্য, ‘BLO-রা চুলোয় যাক’
    এই সময় | ০৬ ডিসেম্বর ২০২৫
  • এই সময়, সাঁইথিয়া: তৃণমূলের 'সার' (স্পেশাল ইনটেনসিভরিভিশন) সংক্রান্ত সভায় শুক্রবার দলের কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডলের মন্তব্যে বিতর্ক তৈরি হয়েছে। শুক্রবার সাঁইথিয়া ব্লকে এই সভায় বিলএ ২-দের হাল-হকিকত জানতে চান অনুব্রত। তখনই তাঁকে বলতে শোনা যায়, 'নির্বাচন কমিশনের বিএলও-রা চুলোয় যাক, আমার দেখার দরকার নেই। কিন্তু বিএলও-রা বললেও বিএলএ ২-রা কোনও কাগজে সই করবেন না। যদি কোনও ভোটার বাদ চলে যান, তা হলে আমরা কিন্তু লড়াই করতে পারব না। মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের নির্দেশ ছাড়া কিচ্ছু করবেন না আপনারা।'

    এ দিকে, এই সভাকে কেন্দ্র করেই সাঁইথিয়ার বনগ্রাম পঞ্চায়েত এলাকায় গোষ্ঠীদ্বন্দ্ব ফের প্রকাশ্যে এসে পড়েছে। এ দিন সভা বয়কট করেন ওই পঞ্চায়েতের উপপ্রধান তথা প্রাক্তন ব্লক কার্যকরী সভাপতি তুষারকান্তি মণ্ডল-সহ দলের নেতাকর্মীদের একাংশ। তুষার একসময়ে ছিলেন অনুব্রত-অনুগামী। গত জুলাই মাসে সদলবলে জেলা সভাধিপতি কাজল শেখের শিবিরে যোগ দেন। তার পর থেকেই অনুব্রত অনুগামী হিসাবে পরিচিত ব্লক সভাপতি সাবের আলি খানের সঙ্গে গোষ্ঠীবিবাদ চরমে ওঠে।

    তুষার বলেন, 'আমাদের পঞ্চায়েত এলাকায় সভা হচ্ছে, অথচ কাজল অনুগামী বলে আমাদের ডাকা হয়নি। তাই আমরা মিটিং করে ১৪ জন পঞ্চায়েত সদস্য, তিন জন পঞ্চায়েত সমিতির সদস্য-সহ প্রায় ৪০০ জন নেতাকর্মী ওই সভা বয়কটের সিদ্ধান্ত নিই।' অভিযোগ অস্বীকার করে সাবের বলেন, 'শুধু বিএলএদের নিয়ে মিটিং থাকায় ওদের ডাকা হয়নি।'

  • Link to this news (এই সময়)