• তৃণমূলের ‘সংহতি দিবস’, সিরিজ় জয়ের ম্যাচে নামছে ভারত, শনিবার কোন খবরে নজর?
    এই সময় | ০৬ ডিসেম্বর ২০২৫
  • শনিবার ‘সংহতি দিবস’ পালন করবে তৃণমূল কংগ্রেস। বাবরি মসজিদ ধ্বংসের দিনে সম্প্রীতি রক্ষার দাবি নিয়ে প্রতি বছরেই এই দিনটিকে পালন করে তৃণমূল। অন্যান্য বছর দলের সংখ্যালঘু সেলকে এই অনুষ্ঠান আয়োজনের দায়িত্ব দেওয়া হয়। এ বছর দলের ছাত্র ও যুব সংগঠন মেয়ো রোডে এই অনুষ্ঠানের আয়োজন করছে।

    শনিবার বেলা ১২টা থেকে রাজ্যের সমস্ত DEO, ERO ও পর্যবেক্ষককে নিয়ে ভিডিয়ো কনফারেন্সিং-এর মাধ্যমে বৈঠকে বসবেন রাজ্যের সিইও মনোজকুমার আগরওয়াল-সহ রাজ্যের সিইও দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা।

    মুর্শিদাবাদের বেলডাঙা ও রেজিনগরের সংযোগস্থলে ১২ নম্বর জাতীয় সড়কের পাশে একটি মসজিদের উদ্বোধন করবেন বিধায়ক হুমায়ুন কবীর। সম্প্রতি এই কারণে তাঁকে তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত করা হয়েছে। এই খবরে নজর থাকবে।

    ডঃ ভীমরাও রামজি আম্বেদকরের মৃত্যুবার্ষিকীতে গোটা দেশ জুড়ে পালিত হবে ‘মহাপরিনির্বাণ দিবস’। ভারতের সামাজিক ন্যায়বিচার, সমতা এবং প্রান্তিক সম্প্রদায়ের উন্নয়নের জন্য তাঁর আবেদনের কথা স্মরণ করেই এই দিন পালন করা হয়।

    ODI সিরিজ়ের শেষ ম্যাচে খেলতে নামছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। বিশাখাপত্তনমে এই স্টেডিয়ামে যেই দল জিতবে তারা সিরিজ় জিতবে। বর্তমানে সিরিজ়ের ফল ১-১। দুপুর দেড়টা থেকে শুরু হবে ম্যাচ।

  • Link to this news (এই সময়)