• পুরোনো চেহারায় ফিরছে হলং বনবাংলো, সবুজ সঙ্কেত রাজ্য সরকারের
    এই সময় | ০৬ ডিসেম্বর ২০২৫
  • এই সময়, আলিপুরদুয়ার: ফের পুরোনো চেহারায় ফিরতে চলেছে জলদাপাড়া জাতীয় উদ্যানে পুড়ে যাওয়া হলং বনবাংলো। ২০২৪ সালের ১৮ জুন রাতে পুড়ে ছাই হয়ে যাওয়া ওই হেরিটেজ বাংলোটি পুনরায় তৈরি করার জন্য শুক্রবার সবুজ সঙ্কেত দিয়েছে রাজ্য সরকার। এর জন্য বরাদ্দ করা হয়েছে ৩ কোটি ৮০ লক্ষ টাকা। তবে নতুন বাংলোতে আর সম্পূর্ণ কাঠের কাঠামো ব্যবহার করা হবে না। বরং অগ্নিকাণ্ডের ঝুঁকি এড়াতে অবিকল একই চেহারা ধরে রাখা হবে কাঠ ও কংক্রিটের মিশেলে।

    নতুন বাংলোটিতে থাকবে আগের মতো ৮টি ঘর। বাংলোর চাল ছাওয়া হবে সাবেকি বাংলোর টিনের আদলে। সিঁড়ির নক্সাতেও কোনও বদল আনা হচ্ছে না। তবে বাংলোটি তৈরি হয়ে গেলে সেটিকে আগের মতো বাণিজ্যিক পর্যটনে ব্যবহার করা যাবে কি-না তা নিয়ে অবশ্য কোনও স্পষ্ট আশ্বাস দিতে পারেনি বনদপ্তর। জলদাপাড়া বনবিভাগের ডিএফও পারভিন কাসোয়ান বলেন, 'ইতিহাসের পাতায় ঠাঁই নেওয়া সাবেক বন বাংলোটি নতুন নির্মাণে ধরে রাখার আপ্রাণ চেষ্টা করা হবে।'

    ইস্টার্ন ডুয়ার্স ট্যুরিজম ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ সাহা বলেন, 'বাংলোটি পুড়ে যাওয়ার পর থেকেই পুনরায় নির্মাণের দাবি জানিয়ে আসছিলাম। দেশ-বিদেশের পর্যটকদের অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল ওই হেরিটেজ বাংলোটি।'

  • Link to this news (এই সময়)