• আজই বেলডাঙাতে ‘বাবরি মসজিদ’- ভিত্তিপ্রস্তর স্থাপন, সাসপেন্ড হয়েও ‘গোঁ’ ছাড়লেন না হুমায়ুন
    এই সময় | ০৬ ডিসেম্বর ২০২৫
  • তৃণমূল থেকে সাসপেন্ড হয়েছেন। কিন্তু তাতেও ‘মচকাননি’ মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। মুখ্যমন্ত্রীর সভায় গিয়ে সাসপেনশনের খবর জানার পরে আরও জোরগলায় দাবি করেছিলেন, ৬ ডিসেম্বরই বেলডাঙা-২ ব্লকের ছেতিয়ানি এলাকায় তিনি ভিত্তি প্রস্তর স্থাপন করবেন ‘বাবরি মসজিদ’-এর। শনিবার শেষ মুহূর্তের প্রস্তুতির তদারকি করছেন তিনি।

    এ দিকে যে কোনও ধরনের অশান্তি এড়াতে তৎপর রাজ্য প্রশাসন। নিরাপত্তার বলয়ে কার্যত মুড়ে ফেলা হয়েছে মুর্শিদাবাদকে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অতিরিক্ত পুলিশকর্মীদের এনে মোতায়েন করা হয়েছে এই জেলায়। একই সঙ্গে রুটমার্চ করছে কেন্দ্রীয় বাহিনীও।

    শনিবার ৬ ডিসেম্বর সকালে হুমায়ুন দাবি করেছেন, এই ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠান ‘ঐতিহাসিক’। সেখানে বহু মানুষের ভিড় হবে। সৌদি আরব থেকে আনা হয়েছে ইমাম। উপস্থিত থাকবেন বিশেষ অতিথিরাও। দুপুর ১২টায় শুরু হওয়ার কথা মূল অনুষ্ঠানের এবং তা শেষ হওয়ার কথা ২টোর মধ্যে।

    উল্লেখ্য, হুমায়ুনের এই ‘বাবরি মসজিদ’ উদ্ধোধনের ঘোষণা নিয়ে প্রথম থেকেই বিতর্ক তুঙ্গে উঠে। তৃণমূল নেতা ফিরহাদ হাকিম দলের সিদ্ধান্ত জানিয়ে ঘোষণা করেন, হুমায়ুনকে সাসপেন্ড করা হচ্ছে। একই সঙ্গে তিনি বলেন, ‘যে কেউ মন্দির বা মসজিদ তৈরি করতে পারেন। কিন্তু ‘বাবরি মসজিদ’ এই নাম কেন দেওয়া হলো?’ ধর্মের নামে রাজনীতি তৃণমূল বরদাস্ত করবে না, সে কথাও স্মরণ করিয়ে দেন হুমায়ুনকে।

    দল থেকে সাসপেন্ড হয়েও দমে যাননি হুমায়ুন। বরং আরও গলা ছেড়ে দাবি করেছিলেন, এই মসজিদ তিনি তৈরি করেই ছাড়বেন। শনিবার সকালে এই বিধায়ক বলেন, ‘এত বিরোধিতা সত্ত্বেও এই কর্মসূচি নিয়েছি। বেলা ১২টা থেকে ২টো পর্যন্ত অনুষ্ঠান হবে।’ উল্লেখ্য, হুমায়ুনের ঘোষণা নিয়ে কলকাতা হাইকোর্টে মামলাও দায়ের হয়েছিল। যদিও সেই মামলায় হস্তক্ষেপ করেনি আদালত। আইন-শৃঙ্খলা রক্ষার ভার রাজ্যের উপরেই ছেড়েছিল হাইকোর্ট।

  • Link to this news (এই সময়)