• ওয়েটিং লিস্ট নয়, বেরোল ‘দাগি’ শিক্ষাকর্মীর তালিকা
    এই সময় | ০৬ ডিসেম্বর ২০২৫
  • এই সময়: কলকাতা হাইকোর্টের সিঙ্গল েবঞ্চের নির্দেশে ২০১৬–এর ‘টেন্টেড’ বা ‘অযোগ্য’ শিক্ষকর্মীদের বিস্তারিত তালিকা ওয়েবসাইটে আবার আপলোড করলো স্কুল সার্ভিস কমিশন। সেই তালিকায় ৩,৫১২ জনের নাম রয়েছে। আগেও একবার এসএসসি এই ৩,৫১২ জনের তালিকাই প্রকাশ করেছিল। তবে আগের তালিকায় শুধু প্রার্থীদের নাম ও রোল নম্বরই ছিল। এ বারের তালিকায় প্রার্থীর নাম, রোল নম্বর ছাড়াও তাঁদের বাবার নাম, কোন পদে তিনি কাজ করতেন এবং জন্ম তারিখও দেওয়া হয়েছে। গ্রুপ-সিতে ১১৬৩ জন ও গ্রুপ-ডিতে ২,৩৪৯ ‘অযোগ্য’ রয়েছেন।

    হাইকোর্ট সোমবার বলেছিল, ২০১৬ সালের শিক্ষাকর্মীদের নিয়োগে ওয়েটিং লিস্টে থাকা যে প্রার্থীদের নম্বরে গরমিল ছিল, তাঁদের নামও প্রকাশ করতে হবে। যদিও এ দিন সেই নামের তালিকা প্রকাশ হয়নি। এ দিন শুধু নিয়োগপ্রাপ্ত ৩,৫১২ জন ‘অযোগ্য’ শিক্ষাকর্মীর বিস্তারিত তালিকা প্রকাশ হয়েছে। এসএসসি জানিয়েছে, ওয়েটিং লিস্টে যাঁদের নম্বরে গরমিল ছিল, তাঁদের নামের তালিকা পরে প্রকাশিত হবে। ওই তালিকা প্রকাশ করার জন্য আদালত নির্দিষ্ট কোনও সময়সীমা বেঁধে দেয়নি। এ ব্যাপারে আইনি পরামর্শ নিচ্ছে কমিশন।

    বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে সোমবার শিক্ষাকর্মী নিয়োগ সংক্রান্ত মামলার শুনানিতে গ্রুপ–সি ও গ্রুপ–ডি প্রার্থীদের একাংশের আইনজীবীরা অভিযোগ করেন, এসএসসি ২০১৬–এর নিয়োগ প্রক্রিয়ায় ৭,২৯৩ হাজার জন শিক্ষাকর্মীকে ‘টেন্টেড’ বা ‘দাগি’ বলে চিহ্নিত করে সুপ্রিম কোর্টে রিপোর্ট জমা দিয়েছিল। কিন্তু শিক্ষাকর্মী পদে নিয়োগের জন্য ৩ নভেম্বর ফর্মপূরণ শুরুর আগে কমিশন ৩,৫১২ জন দাগি প্রার্থীর নামই প্রকাশ করেছিল। রাজ্য সরকারের তরফে পাল্টা দাবি, ২০১৬–এর শিক্ষাকর্মী (সি–ডি) পোস্টে মোট ৫,৯১৭ জনকে নিয়োগপত্র দেওয়া হয়েছিল। ফলে বাকি ‘দাগি’দের অনেকে ওয়েটিং লিস্টে ছিলেন। অথবা এই ‘দাগি’দের অনেকে এমপ্যানেল্ড বা ওয়েটিং লিস্টে ঠাঁই পাননি।

    আদালত জানিয়েছিল, ‘দাগি’ শিক্ষাকর্মীদের তালিকায় র‌্যাঙ্ক জাম্প, আউট–অফ–প্যানেল, ওএমআর কারচুপি–সহ যত ত্রুটি ধরা পড়েছে, সবার নামই প্রকাশ করতে হবে। তবে ২০১৬–এর প্যানেলের মেয়াদ শেষের পরে সেখান থেকে যাঁরা নিয়োগ পেয়েছিলেন, তাঁদের নামের তালিকা ওয়েবসাইটে প্রকাশ না করে এসএসসিকে আগামী শুনানিতে হাইকোর্টে জমা দিতে হবে। শিক্ষাকর্মী পদে নিয়োগের আবেদন চলবে ৮ ডিসেম্বর পর্যন্ত। সেই নিয়োগ প্রক্রিয়ায় আবেদন করতেই পারবেন না ‘দাগি’ শিক্ষাকর্মীরা। এসএসসি–র এক আধিকারিক বলেন, ‘আদালত আমাদের শিক্ষক-শিক্ষিকাদের মতো শিক্ষাকর্মীদেরও যাঁরা দাগি রয়েছেন, তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে বলেছিল। নির্দিষ্ট সময়ের মধ্যেই সেই তালিকা বেরোল।’

  • Link to this news (এই সময়)